করোনা আক্রান্ত বারাক ওবামা, স্ত্রী মিশেল নেগেটিভ

করোনা আক্রান্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। তিনি জানিয়েছেন, শুধু গলায় ব্যথা ছাড়া আর কোনও সমস্যা নেই।…

করোনা আক্রান্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। তিনি জানিয়েছেন, শুধু গলায় ব্যথা ছাড়া আর কোনও সমস্যা নেই। জ্বরও নেই। অন্য কোনও অস্বস্তিও অনুভব করছেন না তিনি।

আপাতত নিজেকে আইসোলেট করে রেখেছেন ওবামা।  টুইটারে লিখেছেন, “কয়েকদিন ধরে আমার গলায় ব্যথা আছে। কিন্তু এছাড়া ভালোই বোধ করছি। মিশেল এবং আমি টিকা এবং বুস্টার ডোজ নেওযার জন্য কৃতজ্ঞ। তার রেজাল্ট নেগেটিভ এসেছে।”

   

তিনি এও বলেছেন, “যদি আপনি ইতিমধ্যে টিকা না নেন, তবে আপনাকে মনে করিয়ে দিচ্ছি।” করোনা কেস কমে গেলেও টিকা নেওয়ার ব্যাপারে জোর দেন বারাক ওবামা।

Advertisements

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News