Monday, December 8, 2025
HomeSports NewsMohammedan SC: প্রাক্তন ফুটবলারের হাতে দায়িত্ব দিল টিম ব্ল্যাক পান্থার

Mohammedan SC: প্রাক্তন ফুটবলারের হাতে দায়িত্ব দিল টিম ব্ল্যাক পান্থার

- Advertisement -

গত ফুটবল মরশুমটা খুব একটা সুখকর ছিল না মহামেডান (Mohammedan SC) দলের ক্ষেত্রে। কলকাতা লিগ জিতে শুরুটা ভালো হলেও আইলিগ ও সুপার কাপের কোয়ালিফায়ার ম্যাচে কার্যত মুখ থুবড়ে পড়তে হয় সাদা-কালো ব্রিগেডকে। তবে সেইদিক থেকে দেখতে গেলে কোচ দেবরাজ চ্যাটার্জীর তত্ত্বাবধানে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে মহামেডানের জুনিয়র দল।

খুব অল্প সময়ের মধ্যেই দল গঠনের পাশাপাশি কোচ চূড়ান্ত করে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগ খেলতে নামে রেড রোডের এই ক্লাব। প্রথমদিকে কলকাতার বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে ধরাশায়ী হতে হলেও পরবর্তীকালে ঘুরে দাঁড়ায় এই ফুটবল দল।

   

তবে জাতীয় গ্রুপ পর্যায়ের যোগ্যতা অর্জন করতে না পারলেও দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে। তবে সেই লিগে দলের অভিযান শেষ হতেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাদা-কালো ব্রিগেডের জুনিয়র দলের কোচ। যারফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কে হবেন এই দলের নতুন কোচ।

যতদূর খবর, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা শিলং লাজং এফসির প্রাক্তন কোচ অ্যালিসন খারসিনটিউয়ের (Alison Kharsyntiew) হাতেই আবার ভরসা রাখতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। নিজের কোচিং ক্যারিয়ারের শুরুটা প্রথমদিকে শিলং লাজং এফসির জুনিয়র দলের হয়ে করলেও পরবর্তীকালে সিনিয়র দলের দায়িত্ব সামলান প্রায় দুটো বছর। পরবর্তীতে আইএসএলের প্রভাবশালী ক্লাব নর্থইস্ট ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন দুইটি ফুটবল মরশুম। তবে এবার যুক্ত হতে চলেছেন কলকাতার অন্যতম প্রধান ফুটবল ক্লাব মহামেডান স্পোর্টিং দলের সঙ্গে। সব ঠিকঠাক থাকলে কিছুদিন পরেই দল নিয়ে বিশেষ আলোচনায় বসবেন খারসিনটিউ।

বর্তমানে সিনিয়র দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে কলকাতা লিগ খেলছে মহামেডান স্পোর্টিং দল। প্রথমদিকে জয়ের ধারা বজায় রাখলেও শেষ ম্যাচে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হতে হয় মহামেডান দলকে। বর্তমানে ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা-কালো শিবির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular