এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার রাজ্যের ১৩টি জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এদিন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রতি মন্ত্রী পরেশ অধিকারী, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা সহ একাধিক ব্যক্তিত্বের বাড়িতে হানা দিয়েছে। এদিকে এই তল্লাশি অভিযান নিয়ে মুখ খুললেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেছেন, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এদিকে শোনা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে রেখেছেন সিআরপিএফের জওয়ানরা।
স্কুল সার্ভিস কমিশনের ব্যাপক দুর্নীতি কান্ডে আর্থিক লেনদেন হয়েছিল তা আগেই জেনেছিল সিবিআই৷ পরে সেই লেনদেনের বিষয়ে খোঁজ করতেই তদন্ত হাতে নিয়েছে ইডি৷
পড়ুন: CPIM: তাহলে দার্জিলিঙে চায়ে পে চর্চায় ‘ডিল’টা কী হলো? ইডি তল্লাশিতে মমতাকে আক্রমণে সুজন
ইডি সূত্রে খবর, এসএসসির নিয়োগে কত টাকার দুর্নীতি হয়েছে? এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত? কত টাকার লেনদেন হয়েছে? সবটাই জানতে একসঙ্গে ১৩ টি জায়গায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা৷ সিবিআইয়ের দেওয়া সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়েই তদন্ত করবেন তাঁরা।