রেপো রেটের আকস্মিক বৃদ্ধি কেন, সাফাই দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে মুম্বইয়ে তিনি বলেছেন, কোনও উপায় ছিল না। রিজার্ভ ব্যাঙ্ককে রেপো রেট বাড়াতেই হত। কারণ, বিশ্ব জুড়েই সব কেন্দ্রীয় ব্যাঙ্ক এই হার বাড়িয়েছে। সুদের হার বাড়বেই, এটা সকলেই জানত। তবে সময়টা যে এখনই বাছা হবে, সেটা অনেকের কাছে ছিল অপ্রত্যাশিত।
তাঁর ব্যাখ্যা, সাধারণত অার্থিক পর্যালোচনার নির্ধারিত বৈঠকে এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে তা হয়নি। দু’টি পর্যালোচনা বৈঠকের অন্তর্বর্তী সময়ে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয় আরবিআই। তাই এত কথা হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্তের কারণে দেশের অর্থনৈতিক পরিকাঠামোয় কোনও ছাপ পড়বে না। যদিও অর্থনীতিবদরা বলছেন ঠিক উল্টো কথাই। শেয়ারবাজারও রেপো রেট বাড়ার পরে ভালুকের থাবায় পড়েছে। গত সপ্তাহে লগ্নিকারীদের ১১ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে।