সায়ন সেনগুপ্ত, কলকাতা: কিছুদিন অপেক্ষা। তারপরেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ব্লু-টাইগার্স (India National Team)। আগামী ৯ ই এবং ১৪ই অক্টোবর শক্তিশালী সিঙ্গাপুরের সঙ্গে লড়াই করতে নামবে খালিদ জামিলের ছেলেরা। গত কাফা নেশনস কাপের তুলনায় এবারের লড়াই যে অনেকটাই কঠিন হবে সেটা ভালো মতোই জানেন সকলে। তাই আগে থেকেই বেঙ্গালুরুর বুকে প্রস্তুতি শুরু করেছে জাতীয় দলের ফুটবলাররা (India National Team)। সেইমতো বেশ কয়েক সপ্তাহ আগেই ৩০ জন ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পরবর্তীতে আরও কয়েকজন ফুটবলারদের জাতীয় শিবিরে আসার নির্দেশ দেন জাতীয় দলের (India National Team) কোচ।
আসলে সেই সময় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ম্যাচ থাকায় মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়ার (FC Goa) ফুটবলারদের পক্ষে শিবিরে যোগদান করা সম্ভব হয়নি। তাছাড়া অন্যান্য ক্লাব গুলি ও বেশ কয়েকদিনের ব্যবধানে জাতীয় শিবিরে যোগদানের জন্য নির্বাচিত খেলোয়াড়দের অনুমতি প্রদান করে। সেই নিয়ে কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তবে গত সপ্তাহের শনিবার থেকেই জাতীয় শিবিরে যোগদান করেছেন পাঞ্জাব এফসির ফুটবলাররা। তারপর গত ২৮শে সেপ্টেম্বর থেকে জাতীয় শিবিরে যোগদান করেন কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ফুটবলাররা।
উল্লেখ্য, খালিদ জামিলের তত্ত্বাবধানে গত নেশনস কাপে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন আনোয়ার আলি থেকে শুরু করে জিকসন সিং এবং মহেশ সিংয়ের মতো ফুটবলাররা। সেই কথা মাথায় রেখেই এবার ডেকে পাঠানো হয় তাঁদের। সেই খেলোয়াড়দের যোগদানের পরের দিন অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর থেকে জাতীয় শিবিরে যোগদান করেন বেঙ্গালুরু এফসির ফুটবলাররা। তাঁদের নিয়েই জোরকদমে চলছিল অনুশীলন। এবার নয়া তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাতেই জাতীয় শিবিরে যোগ দিয়েছেন মানোলো মার্কুয়েজের এফসি গোয়া (FC Goa)দলের তিন ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন সন্দেশ ঝিঙ্গান, উদান্তা সিং এবং ঋত্বিক তিওয়ারি।
এবার প্রায় অধিকাংশ ফুটবলার এসে গিয়েছেন শিবিরে। যারফলে আগামী কয়েকদিনের মধ্যেই কঠোর অনুশীলনের মধ্য দিয়ে স্কোয়াড চূড়ান্ত করতে পারবেন নয়া দায়িত্ব প্রাপ্ত কোচ খালিদ জামিল।