প্রয়াত বিখ্যাত সংসদ- সঞ্চালক আমির লিয়াকত

পাকিস্তানের বিখ্যাত টিভি সঞ্চালক ও এমপি আমির লিয়াকত হুসেন প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। জানা গিয়েছে, বৃহস্পতিবার আমির লিয়াকত হুসেনকে করাচিতে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

Advertisements

এক পুলিশ কর্তা জানান, ভোররাতে লিয়াকতের অবস্থার অবনতি হয়, পরে তাকে আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি বলেন, প্রাথমিক রিপোর্টে কোনও ত্রুটি দেখা যায়নি।

   

জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে আমির লিয়াকত হুসেনের ময়নাতদন্ত করা হবে। এদিকে এমএনএ আমির লিয়াকত হোসেনের মৃত্যুর খবর পেয়ে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত শুরু হওয়া অধিবেশন স্থগিত করেছেন জাতীয় সংসদের স্পিকার রাজা পারভেজ আশরাফ।

Advertisements

লিয়াকত ২০১৮ সালের মার্চ মাসে পিটিআইতে যোগ দেন এবং একই বছরের শেষের দিকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে করাচি থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। কিন্তু পরে তিনি দল ছেড়ে চলে যান। তিনি এর আগে মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং ২০১৬ সালের আগস্টে দলের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং বলেছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। লিয়াকত বহু বছর ধরে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন।

জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে আমির লিয়াকত হুসেনের ময়নাতদন্ত করা হবে। এদিকে এমএনএ আমির লিয়াকত হোসেনের মৃত্যুর খবর পেয়ে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত শুরু হওয়া অধিবেশন স্থগিত করেছেন জাতীয় সংসদের স্পিকার রাজা পারভেজ আশরাফ।