ইউক্রেনে আটকে বাঙালি ছেলেকে ফেরানোর আর্জি পরিবারের

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে তোলপাড় গোটা বিশ্ব। ঠিক তখনই নদীয়ার মাজদিয়ার ষষ্ঠীতলা পাড়া এলাকার বিশ্বাস পরিবার চিন্তায় ভেঙে পড়েছে। বিশ্বাস পরিবারের সন্তান অরিন্দম বিশ্বাস ২০১৮ সালে মেডিকেল কোর্স করতে পারি দিয়েছিলেন সুদূর ইউক্রেনে। গত মাসে বাড়ি ফেরার কথা ছিল অরিন্দমের। বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট সংরক্ষণ হয়ে গেছিল। কিন্তু হঠাৎই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার কারণেই প্রতিটি বিমান পরিষেবা বন্ধ করে দেয় ইউক্রেন সরকার। সেই কারণেই আর বাড়ি ফেরা হল না মেডিকেল ছাত্র অরিন্দম বিশ্বাসের।

বাড়ি না ফিরতে পাড়ায় বিশ্বাস পরিবারের কপালে চিন্তার ভাঁজ। গোটা পরিবার এখন চোখ রেখেছে টিভির পর্দায় ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি জানার জন্য। আমাদের মুখোমুখি হয়ে গোটা পরিবারের আর্তনাদ ‘ঘরের ছেলে ঘরে ফিরুক’ তারই ব্যবস্থা করুক আমাদের ভারত সরকার। এখন দেখার সরকারিভাবে কতটা সহযোগিতা পায় ওই বিশ্বাস পরিবার। কত দ্রুততার সহিত ঘরে ফিরতে পারে অরিন্দম বিশ্বাস সেই দিকেই নজর এখন গোটা পরিবারের।

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন