Manchester United: এরিকসন এলেন ম‍্যানচেস্টার ইউনাইটেডে

Erickson came to Manchester United

সমস্ত জল্পনার অবসান। ২০২৫ সালের জুন মাস অবধি ম‍্যানচেস্টার ইউনাইটেডে (Manchester United) সই করলেন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন।
ডেনমার্কের হয়ে ১১৫ টা ম‍্যাচ খেলেছিলেন এরিকসন।করেছেন ৩৮ টি গোল।২৩৭ টা প্রিমিয়ার লিগের ম‍্যাচ খেলে তিনি এখনও অবধি করেছেন ৫২ টি গোল,৭১ টি গোল করিয়েছিলেন।

Advertisements

ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে এরিকসনের নাম ঘোষণা করার পর তিনি জানিয়েছেন, “ম‍্যানচেস্টার ইউনাইটেড একটি অত্যন্ত স্পেশাল ক্লাব।এবং খেলতে নামার অপেক্ষা সইছেনা।এর আগেও বিভিন্ন সময় ম‍্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেললেও এই প্রথম বার লাল জার্সি পড়ে খেলতে নামার অনুভব নেওয়ার অপেক্ষায় আছি।”

Advertisements