বাইডেনের (Joe Biden) বয়স ৮০ বছর। ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন । গত মাসে অস্ত্রোপচার হয়েছে । এই পরিস্থিতিতে সংশয় তৈরি হয়েছিল, আদৌ কি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন জো বাইডেন ! সমস্ত জল্পনাকে সরিয়ে মঙ্গলবার জানিয়ে দিলেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে আগামী নির্বাচনে প্রার্থী হবেন তিনি।
একটি মিনিট তিনেকের ভিডিও প্রকাশ করেছেন বাইডেন (Joe Biden)। সেটি টুইটারে শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রতিটি প্রজন্মেই একটি এমন মুহূর্ত আসে যখন গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়। মৌলিক অধিকারের স্বাধীনতার জন্য দাঁড়াতে হয়।
আমি বিশ্বাস করি এটাই আমাদের সময়। আর সেই কারণেই আমি আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়ব। আমাদের সঙ্গে যুক্ত হোন। আসুন, কাজটা শেষ করা যাক।’
সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার নজির গড়েছেন বাইডেন। পুনর্নিবাচিত হলে নিজের রেকর্ড ভেঙে নিজেই নয়া রেকর্ড গড়বেন তিনি।’ঝুঁকি’ থেকেই যাচ্ছে মনে করছে ওয়াকিবহাল মহল। শারীরিক পরিস্থিতির পাশাপাশি তাঁর আশি পেরনো বয়সকে রিপাবলিকানরা যে অস্ত্র করবেন তা নিশ্চিত।
যদিও বাইডেনের সমর্থকদের যুক্তি, তাঁর বয়সের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় তাঁর অভিজ্ঞতাই। কিন্তু প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ে কী ফল হবে তা নিয়ে সন্দিহান সকলে।