Sunday, December 7, 2025
HomeUncategorizedBeauty: পারফেক্ট আইব্রো পাওয়ার সহজ ট্রিকস!

Beauty: পারফেক্ট আইব্রো পাওয়ার সহজ ট্রিকস!

- Advertisement -

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, অথচ ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শুধু চেহারার নয়, চোখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে আইব্রোর উপর। চলুন তাহলে জেনে নেওয়া যাক, সুন্দর আইব্রো পাওয়ার সহজ টিপস।

  • আপনার আইব্রোর চুল যেই ডিরেকশনে বাড়ে, সেটা আগে চিহ্নিত করুন। কেননা সেই দিক দিয়ে টুইজ করলে বা ভ্রু তুললে আপনারই সুবিধা হবে। নাকের যেখান থেকে ভ্রু শুরু, সেই বরাবর একটি দাগ টানবেন।
  • দুই ভ্রুর মাঝের অংশের লোমগুলো তুলে নিন।
  • আপনার আইব্রোর চারপাশের ত্বককে নরম করা প্রয়োজন। গরম জলের ভাপ নিতে পারেন যাতে পোরস ওপেন হয়। এতে লোম তোলাটা অনেকটাই যন্ত্রণামুক্ত হবে।
  • এলোমেলো হয়ে গজানো হেয়ারের গোঁড়ায় টুইজারের আগা রাখুন এবং চাপ দিয়ে টেনে তুলে ফেলুন। স্পুলি বা চিরুনি দিয়ে ব্রাশ করে নিন ভ্রুর চুলগুলো।
  • আইব্রো লাইন পরিষ্কার এবং সোজা না হওয়া পর্যন্ত ট্রিমিং চালিয়ে যান। দুটো ভ্রুই যাতে সমান থাকে, সেদিকে খেয়াল রাখবেন।
  • সবশেষে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে বরফ ঘষে নিন। অনেকের ইচিং ও রেডনেসের প্রবলেম থাকে, সেক্ষেত্রে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখবেন।
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular