গোয়ায় লাল-হলুদের বড় পরীক্ষা! পাঞ্জাবকে হারিয়ে কি ফাইনালে ইস্টবেঙ্গল?

east-bengal-vs-punjab-super-cup-2025-semi-final-match-preview

গত অক্টোবরের শেষের দিকে শুরু হয়েছে সুপার কাপ (Super Cup 2025)। যেখানে প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে প্রত্যেকটি দলের। এক্ষেত্রে ডেম্পো স্পোর্টস ক্লাবের লড়াই চমকে দিয়েছিল সকলকে। সীমিত শক্তি নিয়ে ও তাঁরা আটকে দিয়েছিল কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টকে। যদিও পরবর্তীতে আর নক আউটে যাওয়ার লড়াইয়ে থাকেনি গোয়ার এই দলটি। পরবর্তীতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গিয়েছিল সেমিফাইনালে স্থানাধিকারী দল। সেক্ষেত্রে গোল পার্থক্যে পরের রাউন্ডে স্থান পেয়েছে ইস্টবেঙ্গল।

কিন্তু কাদের সঙ্গে সেমিফাইনাল খেলবে ময়দানের এই প্রধান। তার উত্তর ছিল বুধবারের ম্যাচে। যেখানে মুখোমুখি হয়েছিল সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এবং ভিনীত রাইদের শক্তিশালী পাঞ্জাব এফসি। নির্ধারিত সময় পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই। যারফলে অনায়াসেই ম্যাচ চলে গিয়েছিল টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করেছে প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। সেখানে বেঙ্গালুরু এফসির তারকা ফুটবলার রায়ান উইলিয়ামসের শট মিস নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ জুগিয়েছিল দলকে‌। তারপর সম্পূর্ণ সময়ের শেষে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় পাঞ্জাব শিবির।

   

সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এবার সেমিফাইনালের কঠিন লড়াই। হাতে রয়েছে বেশ কিছুটা সময়। তারপর আগামী ৪ঠা ডিসেম্বর গোয়ার ফতোরদা স্টেডিয়ামে সুপার কাপের সেমিফাইনাল খেলতে নামবে দল। যেখানে ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে হবে অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল দলকে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। সেইমতো নিজেদের প্রস্তুত করবেন দুই দলের ফুটবলাররা। উল্লেখ্য, মাঠের পরিস্থিতির দিকে নজরে রেখে একটা সময় শোনা যাচ্ছিল যে নিজেদের শহরের বুকেই নাকি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে চায় ইস্টবেঙ্গল।

কিন্তু সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সেই জল্পনা ধূলিসাৎ করে সুপার কাপের দিনক্ষণ চূড়ান্ত করে দিয়েছে ফেডারেশন। সেই অনুযায়ী আগামী মাসের শুরুতেই গোয়ার বুকে খেলতে নামবে আইএসএলের দুই ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন