কবে কাটবে ইস্টবেঙ্গলের (East Bengal) চুক্তিজট? উত্তর নেই কারওর কাছেই। এদিকে ক্রমশ কাটছে একের পর এক দিন। একদিকে যখন দেশের বাকি ক্লাব গুলো একের পর এক নয়া ফুটবলার’দের সই করিয়ে চমক দিচ্ছে, সেখানে ইস্টবেঙ্গল এখনও নতুন ইনভেস্টের ইমামি’র সাথে চুক্তি অবধি সাড়তে পারেনি। বিষয়টি চিন্তার মধ্যে ফেলেছে ক্লাবের সমর্থক’দের।
তবে চুক্তি পর্ব সাড়ার আগে ক্লাবের তরফে চেষ্টা চলছেনা ফুটবলারদের সাথে যোগাযোগ রাখার এমনটা নয়। ইতিমধ্যে সদ্য চেন্নাইয়িন এফসি ছাড়া তারকা আক্রমণ ভাগের ফুটবলার ভালকিসের সাথে যোগাযোগ রাখছে লাল হলুদের কর্তারা এমনটাই শোনা যাচ্ছিলো। সম্প্রতি দুইবারের আইএসএল জয়ী এই ক্লাব বিদায় জানালো ভালকিস এবং গোলকিপার বিশাল কাইথ’কে।
২০১৯ ভালকিস যোগদান করেছিল চেন্নাইয়িন এফসি’তে,এবং প্রথম বছরেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। জিতেছিলেন আইএসএলের গোল্ডেন বুট,মাঝে একবার জামশেদপুর গেলেও ফের আরেকবার নিজের পুরনো ক্লাবে ফিরে এসেছিলেন তিনি।
চেন্নাইয়িনের হয়ে মোট ৩৭ টা ম্যাচ খেলেছিলেন ভালকিস, তাতে করেছিলেন ১৯ টা গোল,গোল করিয়েছেন সাতটি। শোনা যাচ্ছে এই তারকা ফুটবলার’কে দলে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল। যদিও এখনও কোনও কিছু নিশ্চিত নয়, তবে ভালকিস বর্তমানে ফ্রি এজেন্ট ফুটবলার,তাকে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল, কিন্তু ইনভেস্টেরের সাথে চুক্তি স্বাক্ষর না হওয়ায় তার সাথে এখনও পাঁকা কথা বলতে পারেনি ক্লাব, সূত্রের খবর অনুযায়ী আগামী ২৬ – ২৭ জুন অবধি নিজের পরবর্তী ক্লাব নিয়ে কোনো সিদ্ধান্ত না নিতে অনুরোধ করেছে ভালিকস’কে, ইস্টবেঙ্গল।