কয়েক দিন আগে ইস্টবেঙ্গল’কে (East Bengal) চুক্তির খসড়া পাঠিয়েছিল ইমামি।প্রায় কুড়ি দিনের বেশি সময় ধরে চুক্তি বানিয়েছিল ইমামি আইনজীবী’দের পরামর্শ নিয়ে।পরবর্তী ইস্টবেঙ্গলের কর্তারা চুক্তির শর্ত গুলো পরীক্ষা করান আইনজীবী’দের দিয়ে।এরপর বেশ কিছু জায়গায় সংশোধন করে তাদের দাবী জানিয়ে সেই চুক্তি ইমামি’কে পাঠিয়েছে তারা।
খসড়ার প্রাপ্তি স্বীকার করেছে লাল হলুদের সম্ভাব্য ইনভেস্টের।তাদের তরফে জানানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফে আসা চুক্তিপত্র খতিয়ে দেখে তারা মন্তব্য করবেন।এরপর ইস্টবেঙ্গলের সাথে ইমামির চুড়ান্ত চুক্তি পত্র স্বাক্ষর হবে।ভালো দল গড়তে হবে অথচ এতোটা দেড়ি হচ্ছে চুক্তি করতে গিয়ে,সমস্যাটা বুঝতে পারছে ইমামি।তাদের তরফে দ্রুত চুক্তি সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।