
পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ বিকেল থেকেই অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal)। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে করা নিরাপত্তার মধ্যে চলেছে অনুশীলন। তবে এসবের মাঝি সকলকে চমকে দিয়ে সামনে এসেছে বিরাট খবর।
মরোক্কান ফরোয়ার্ড হামিদ আহদাদকে রিলিজ করে দিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিছু মিনিট আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। রীতিমত যা চমকে দিয়েছে সকলকে।
হামিদের ছবি আপলোড করে লেখা হয়েছে, ‘ ইস্টবেঙ্গল এফসি পারস্পরিক সম্মতিতে হামিদ আহাদাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এই সময়ে পরিবারের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি ক্লাব হিসেবে আমরা মাঠের বাইরেও খেলোয়াড়দের সুস্থতাকে গুরুত্ব দিই, তাই আমরা তার ইচ্ছাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব ইতিমধ্যেই একজন উপযুক্ত বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে।’
গতবছর ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ চলাকালীন এই বিদেশি ফুটবলারকে দলে টেনেছিল কলকাতা ময়দানের এই প্রধান। তারপর সময় এগোনোর সাথে সাথেই লাল- হলুদ সমর্থকদের ভরসাযোগ্য হয়ে উঠছিলেন এই তারকা ফুটবলার। এমনকি পরবর্তীতে আইএফএ শিল্ডের ফাইনালে ও মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে গোল করেছিলেন এই বিদেশি তারকা। কিন্তু এবার বদলে গিয়েছে গোটা পরিস্থিত। একটি সিজনের জন্য তাঁর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি থাকলেও মাত্র ছয় মাসের মধ্যেই দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন হামিদ আহদাদ।









