East Bengal: সম্ভবত সোমবার থেকেই দল গঠনের কাজ শুরু করছে ইস্টবেঙ্গল

কবে হবে সই , এখনও তার উত্তর পাইনি আপামর ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থককূল। এই যে চুক্তি পর্ব মিটতে এটোতা সময় লাগছে,তাতে কি আদৌও ভালো ফুটবলার…

East Bengal Club may appoint coaching staffs soon

কবে হবে সই , এখনও তার উত্তর পাইনি আপামর ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থককূল। এই যে চুক্তি পর্ব মিটতে এটোতা সময় লাগছে,তাতে কি আদৌও ভালো ফুটবলার পাওয়া যাবে এরপর? আর ভালো ফুটবলার না পেলে ফের আরেকবার কোনও রকম একটা দল বানিয়ে মাঠে নেমে ভুগতে হবে।

যদিও ক্লাবের সূত্রের মারফত পাওয়া খবর অনুযায়ী সোমবার থেকে দলগঠনের কাজ শুরু করছে লাল হলুদ শিবির।রোববার ক্লাব তাঁবুতে ইমামি এবং ইস্টবেঙ্গল কর্মকর্তা’দের দীর্ঘ সময় বৈঠক হয়।যেখানে দল গঠন নিয়ে আলোচনায় জোর দেওয়া হয়েছে।এবং জানা গেছে সোমবার থেকেই ক্লাব কর্তারা উঠে পড়ে লাগছে এবিষয়ে।ক্লাব তালিকায় যে সকল ফুটবলাররা আছে তাদের সাথে চুক্তি সেরে ফেলবে ক্লাব অতি দ্রুত।একটা আভ‍্যন্তরীন একটি কমিটি এবার দল নির্বাচনের কাজ চালাচ্ছে।তারা গুনগত মান দেখে ফুটবলার বাছাই করবে।

   
Advertisements

তবে সই কবে হবে ? সেই প্রশ্ন’ও উঠেছে আবার।এখানে জানিয়ে রাখি এই মুহূর্তে শহরের বাইরে আছেন ইমামির কর্তা আদিত্য আগারওয়াল।বুধ অথবা বৃহস্পতিবার তিনি শহরে ফিরলেই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে।