বাইরে কান পাতা দায়, লাল-হলুদ সমর্থকদের কাছে দুর্বিষহ রবিবার

ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে নুনের ছিটে, মলম লাগাতে তৈরি হচ্ছে রোহিতরা

East Bengal Club started team building process again

এই নিয়ে টানা সাতবার চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে পরাজিত ইস্টবেঙ্গল (East Bengal)৷ শনিবার রাতে যুবভারতীর ঘটনা এখনও অবধি ইস্টবেঙ্গল সমর্থকদের তাড়িয়ে বেড়াচ্ছে৷ এ এক দুর্বিষহ রবিবার। বাইরে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন লাল হলুদ সমর্থকরা। পরপর সাতটি ম্যাচে মোহনবাগানের কাছে পরাজয় মেনে নেওয়া কঠিন।

ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ পর্বের কথা এখনও ভুলতে পারা যাচ্ছে না৷ তার ওপর সকালের চায়ের কাপে ফুটবল চর্চা কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো। তবে এসব সবটা কাটিয়ে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ মুল ফোকাসে।

   

বিসিসিআইয়ের ঘরোয়া দ্বন্দ্ব রাজনীতির গণ্ডি পার করেছিল। তাই ক্রিকেট থেকে সরে গিয়ে মোহনবাগানের দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকাল যুবভারতীতে তার উপস্থিতিতে জয় মহারাজের কামব্যাক ইনিংসের থেকে কম কিছু ছিল না। সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই আজ পার্থের মাটিতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে রোহিতরা। সমস্ত আলোচনার মোড় ঘুরিয়ে দিচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ৷

গত সাত ম্যাচ ধরে একটানা মোহনবাগানের কাছে পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। যুবভারতীর উদ্দীপনা আজ ঘুরে ফিরে আসতে চলেছে পার্থের ময়দানে। যেখানে এনরিক নোকিয়া, কাগিসো রাবাডাদের মতো পেসারদের বিরুদ্ধে লড়াই।রোহিত-বিরাট-সূর্যকুমারদের৷ অতীতে ডেইল স্টেইনের বনাম সেহবাগ-শচীনদের লড়াইয়ের মতোই স্বাদ পাবে বাঙালি।

তবে আইপিএলের ফেভারিট কিলার মিলারকে কুপোকাত করতে গেম প্ল্যান তৈরি করছে রোহিতরা। বিশেষ নজরে রয়েছেন কুইন্টন ডি কক। তাই শেষ মুহুর্তের প্রস্তুতি সারছেন ভুবি-অশ্বীন-শামীরাও। আবহাওয়া সঠিক থাকলে আজ ম্যাজিক দেখাতে পারেন পাণ্ডেয়াও। সব মিলিয়ে, ২৪ ঘন্টার মধ্যে আবার ফুঁটছে বাঙালি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন