সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ঘোষণায় বাঁধা নেই আইএফএর

চলতি সিজনের মতো গত বছর ও প্রিমিয়ার ডিভিশন লিগে দুরন্ত ছন্দে ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। একের পর এক ম্যাচে সহজেই জয় ছিনিয়ে…

East Bengal FC Crush Indian Air Force 6-1 in Durand Cup: Rashid, Ahadad Shine in Dominant Victory

চলতি সিজনের মতো গত বছর ও প্রিমিয়ার ডিভিশন লিগে দুরন্ত ছন্দে ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। একের পর এক ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিয়েছিল বিনো জর্জের ছেলেরা। যারফলে টুর্নামেন্টের অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে অনায়াসেই অপরাজিতভাবে সুপার সিক্সে স্থান করে নিয়েছিল লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাব। তারপর ক্যালকাটা কাস্টমস থেকে শুরু করে মহামেডান স্পোর্টিং ক্লাব হোক কিংবা ভবানীপুর। প্রত্যেকের বিপক্ষেই দুরন্ত পারফরম্যান্স ছিল জেসিন টিকে থেকে শুরু করে সায়ন বন্দোপাধ্যায়ের মতো ফুটবলারদের। বলতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই ছিল ইস্টবেঙ্গলের দাপট।

Also Read | দলের এই প্রাক্তন ফুটবলারের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করল ইস্টবেঙ্গল

   

তবে সুপার সিক্স এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেবার দল নামায়নি ডায়মন্ড হারবার এফসি। যারফলে ওয়াক ওভার পাওয়ার পাশাপাশি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশনের। কিন্তু সেটি ভালোভাবে নেয়নি ডায়মন্ড হারবার ম্যানেজমেন্ট। এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে আলিপুর আদালতে দ্বারস্থ হয়েছিল বাংলার এই ফুটবল ক্লাব। সেই সময় আলিপুর আদালতের নির্দেশে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে বিজয়ী ঘোষণা করার বিষয় নেমে আসে স্থগিতাদেশ। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে আসে গোটা বিষয়টি।

Advertisements

Also Read | ইস্টবেঙ্গলে জাপানি ঝলক, দিমির জায়গায় এলেন হিরোশি ইবুসুকি

এবার লাল-হলুদ ব্রিগেডের পক্ষেই রায় দিল কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী এবার গত প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গল ফুটবল দলের নাম ঘোষণা করতে বাঁধা থাকল না বঙ্গীয় ফুটবল সংস্থা তথা আইএফএর তরফে। যদিও এক্ষেত্রে সমস্ত দিক মাথায় রেখেই এগোতে চাইবে ফুটবল সংস্থা। তবে এই ঘোষণা প্রকাশ্যে আসার পর থেকেই খুশির আমেজ দেখা দিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। তবে শুধুমাত্র গতবারের ট্রফি নয়। এই সিজনে ও একেবারে দুরন্ত ছন্দেহ রয়েছে বিনো জর্জের ইস্টবেঙ্গল যুব দল। গ্রুপের শীর্ষস্থান অধিকার করার পর সুপার সিক্সে ও রয়েছে দাপট।

গত ম্যাচে শক্তিশালী ডায়মন্ড হারবার এফসিকে দুইটি গোলের ব্যবধানে পরাজিত করেছে তন্ময় দাসরা। বর্তমানে যে পরিসংখ্যান সেই অনুযায়ী আগামী সোমবার নিজেদের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সাথে অমীমাংসিত ফলাফলের ম্যাচ শেষ করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ইলিশ বাহিনী। এক কথায় বলতে গেলে জোড়া খেতাব জয়ের সেলিব্রেশনের হাতছানি সমর্থকদের কাছে।