চুক্তি পত্রে সই না করা পর্যন্ত একটাটা টাকাও দেবেন না। ইমামি গ্রুপকে অনুরোধ করে চিঠি ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের একাংশের। সমর্থকরা মনে করিয়ে দিয়েছেন আগের দুই বিনিয়োগকারী কোম্পানির কথা।
চুক্তি পত্রে সই করা এখনও বাকি। দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার আগেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা দল গঠনের জন্য কোম্পানিকে অনুরোধ করেছেন। চুক্তি পত্রে সই না করেই কীভাবে দল গঠনের কাজের ব্যাপারে কর্তারা বলতে পারলেন সেটাই অনেকের কাছে বিস্ময়। সেই সঙ্গে ক্ষোভের।
লাল হলুদ ক্লাব কর্তাদের এহেন দাবির কথা ছড়িয়ে পড়েছিল ময়দানে। সমর্থকদের কানেও কথাটা পৌঁছেছে। এরপরেই লাল হলুদ জনতার একাংশের মনে ক্ষোভের সঞ্চার হয়।
ইমামিকে দেওয়া চিঠিতে সমর্থকরা লিখেছেন, ” চূড়ান্ত সই না হওয়া পর্যন্ত আপনারা একটা টাকাও দেবেন না, এটা আমাদের বিনীত অনুরোধ। বিগত কয়েক বছরে কী হয়েছিল সেটা আপনারা জানেন। সই ঝুলিয়ে রেখেছিলেন আমাদের ক্লাবের কর্তারা। শেষ পর্যন্ত কোয়েস এবং শ্রী সিমেন্ট পর্ব কীভাবে শেষ হয়েছিল সেটা এখন ওপেন সিক্রেট।’