ভালোমানের ভারতীয় ফুটবলাররা সবাই অন্য দলে: East Bengal Club

দল গঠনের ব্যাপারে নতুন করে তাগিদ দেখা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club)। ইতিমধ্যে কিছু ফুটবলার নিশ্চিত করা হয়েছে। আরও ফুটবলার নিশ্চিত করতে হবে। তবে…

east bengal club

দল গঠনের ব্যাপারে নতুন করে তাগিদ দেখা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club)। ইতিমধ্যে কিছু ফুটবলার নিশ্চিত করা হয়েছে। আরও ফুটবলার নিশ্চিত করতে হবে। তবে অনেকটা দেরি হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় সংবাদ মাধ্যমে এক ইস্টবেঙ্গল ক্লাব কর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে। কর্তা নাম না প্রকাশ করে বলেছেন, “ইতিমধ্যে ভালো মানের ভারতীয় ফুটবলাররা অন্য দলের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন। ফলে আমাদের বিদেশি ফুটবলার চূড়ান্ত করার ব্যাপারে জোর দিতে হবে। লড়াই দেওয়ার মতো দল গঠন করার এখন একটাই উপায় রয়েছে, ভালো মানের বিদেশি বাছাই।”

   

এই ব্যাপারটা ইস্টবেঙ্গল সমর্থকরাও আশঙ্কা করেছিলেন। ইমামি গোষ্ঠীর সঙ্গে চলতি সপ্তাহে সই যদি হয়েও যায়, তাহলেও অনেকটা দেরি হয়ে গিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ সহ আই লিগের দলগুলিও নিজেদের গুছিয়ে নিচ্ছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ট্রান্সফার আপডেট পাওয়া গিয়েছে। ভালো মানের ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে করা হয়েছে দীর্ঘ মেয়াদের চুক্তি। সেক্ষেত্রে প্রিয় ক্লাব কীভাবে শক্তিশালী দল গড়বে সেটা ভেবে আশঙ্কা প্রকাশ করেছেন লাল হলুদ সমর্থকরা।

সোমবার সন্ধ্যায় শোনা গিয়েছিল আরও এক বিদেশি ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে। ইভান গঞ্জালেজের পর আরও এক স্প্যানিশ ফুটবলারকে লাল হলুদ জার্সি পরে খেলতে দেখা যেতে পারে। ফুটবল মহলের একাংশ এও দাবি করেছে, ইস্টবেঙ্গল ক্লাবে নিশ্চিত আরিদাই ক্যাবেরারা। দাবি সত্য হলেও দল গঠনের কাজ এখনও অনেক বাকি।