Monday, December 8, 2025
HomeSports Newsএই প্রাক্তন ATK Mohun Bagan ফুটবলারকে দলে পেতে আগ্রহী East Bengal

এই প্রাক্তন ATK Mohun Bagan ফুটবলারকে দলে পেতে আগ্রহী East Bengal

- Advertisement -

বর্তমানে ইমামি’র সাথে চুক্তিজট অনেকটাই মেটার পথে ইস্টবেঙ্গলের (East Bengal)। এমন সময় দল গঠনের কাজ বিশেষ উদ‍্যোগ নিয়েছে লাল হলুদ শিবির। ইতিমধ্যে একাধিক ফুটবলারের সাথে কথা চালাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী ক্লাব।

শোনা যাচ্ছে এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এবং ভারতের জাতীয় দলের মিডফিল্ডার গোয়ানিজ গ্লান মার্টিনস’কে দলে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল। ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার’কে দলে পেতে তার বর্তমান ক্লাব এফসি গোয়ার সাথে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল ।

   

শেষ কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে ভালো ফুটবল খেলে আসছে মার্টিনস। এটিকে মোহনবাগানের আগে স্পোর্টিং গোয়া এবং চার্চিল ব্রাদার্সের হয়েও খেলেছিলেন তিনি। তবে তার বর্তমান ক্লাব এফসি গোয়ার সাথে ২০২৪ সাল অবধি চুক্তি আছে, যদি এই ডিল বাস্তবায়িত করতেই হয় তাহলে ইস্টবেঙ্গল’কে মোটা অংকের ট্রান্সফার ফি দিতে হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular