East Bengal coach: বিনো জর্জ’কে কোচের পদে আনছে ইস্টবেঙ্গল

Bino George

কলকাতা লিগে ইস্টবেঙ্গল (East Bengal) দল পরিচালনের দায়িত্ব পেতে চলেছেন বিনু জর্জ। প্রো লাইসেন্স ডিগ্রি থাকার জন্য কলকাতা লিগ মিটলে ডুরান্ড কাপ এবং আইএসএলে ইস্টবেঙ্গলের সহকারী কোচের পদে রাখা হবে তাকে।

Advertisements

কলকাতা লিগ শুরু হতে খুব একটা বেশি দিন বাকী নেই।তাই লাল হলুদ কর্তারা আগাম ঠিক করে রেখেছিল এমন একজন কোচ’কে নিয়ে আসবেন যার হাতে সম্ভাবনা ময় ফুটবলার রয়েছে প্রচুর।বাংলা’কে হারিয়ে ইতিমধ্যে কেরল’কে দুই বার সন্তোষ জিতিয়েছেন বিনু।তাই তার হাতে সম্ভাবনাময় ফুটবলারের থাকাটা স্বাভাবিক।

   
Advertisements

পরিস্থিতি এখন এমন যে চটজলদি ভালো দেশী ফুটবলার পাওয়া সম্ভব নয় ইস্টবেঙ্গলের পক্ষে। এর কারণ আইএসএলের অধিকাংশ ক্লাব গুলো দীর্ঘ মেয়াদী চুক্তিতে ভারতীয় ফুটবলার’দের দলে ধরে রেখেছে।তাই কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে ভালো দল গঠন করে নামানোর সুযোগ কম ইস্টবেঙ্গলের।তাই কম সময়ের মধ্যে দল গঠন করতে এখন জর্জের উপর ভরসা রাখছে লাল হলুদ ব্রিগেড।