Turkey Earthquake Update: কয়েক সেকেন্ডের মাটি কাঁপা তুরস্ককে মৃত্যুর উপত্যকায় পরিণত করে দিল। পাঁচশো পার করে আর কত মৃত্যু? গোটা বিশ্ব শিহরিত। আরও বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে।
তুরস্ক ও প্রতিবেশী দেশগুলোতে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। নুরদগি থেকে ২৩ কিলোমিটার পূর্বে কম্পন অনুভূত হয়। সিরিয়া পর্যন্ত এর প্রভাব দেখা গেছে। তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কারণে অনেক ভবন ধসে পড়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গাজিয়ানটেপ থেকে প্রায় ৩৩ কিলোমিটার (২০ মাইল) এবং নুরদাগি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার (১৬ মাইল) দূরে। এটি ১৮ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় কেন্দ্রীভূত ছিল।
ভূমিকম্প অনুভূত হয়েছে সিরিয়া পর্যন্ত। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পের কারণে অনেক হতাহতের সম্ভাবনা রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান টুইটারে বলেছেন, তৎক্ষণাৎ ভূমিকম্প কবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে তুরস্কে এ যাবত কালে সর্বাধিক ভয়াবহ ভূমিকম্প ঘটেছে। দেশটি এখন মৃত্যুপুরী। বিবিসি জানাচ্ছে, ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া উভয়
দেশে অনেক ভবন ধসে পড়েছে। এতে অনেকেই আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা ও তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭ দশমিক ৯ কিলোমিটার