Taiwan: সুনামি ও ভূমিকম্পের জোড়া হামলা, তছনছ তাইওয়ান

(earthquake struck Taiwan) প্রকৃতির ভয়াবহ রুদ্ররূপ। সুনামি ও ভূমিকম্পের জোড়া  হামলায় ধংস তাইওয়ানের একাধিক শহর বন্দর। মৃত্যুর আশঙ্কা। রবিবার ৭.২ মাত্রার বড় ভূমিকম্পে ধসে পড়েছে…

Taiwan: সুনামি ও ভূমিকম্পের জোড়া হামলা, তছনছ তাইওয়ান

(earthquake struck Taiwan) প্রকৃতির ভয়াবহ রুদ্ররূপ। সুনামি ও ভূমিকম্পের জোড়া  হামলায় ধংস তাইওয়ানের একাধিক শহর বন্দর। মৃত্যুর আশঙ্কা।

Taiwan: সুনামি ও ভূমিকম্পের জোড়া হামলা, তছনছ তাইওয়ান

রবিবার ৭.২ মাত্রার বড় ভূমিকম্পে ধসে পড়েছে তাইওয়ানের বিভিন্ন জনপদ। সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ পরিস্থিতির ছবি দেখা যাচ্ছে। যেন খেলনার মতো নড়ছে তাইওয়ানের শহর ও রেল স্টেশনগুলি। লাইন থেকে উল্টে পড়েছে ট্রেন।

পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানের উপকূল প্রবল অশান্ত সাগর। বিবিসির খবর, দক্ষিণ চিন সাগর ও প্রশান্ত মহাসাগরে সুনামি তৈরি হয়েছে। সেই সঙ্গে হয় সাত মাত্রার অতি তীব্র ভূমিকম্প। রাজধানী শহর তাইপে জুড়ে দুলতে থাকে সব কিছু।

Advertisements

ভূমিকম্পের কেন্দ্র তাইতুং। বিবিসির খবর, শনিবার রাতে তাইওয়ানে আরও একটি ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪ পর্যন্ত। এর পর রবিবার ফের কম্পন।

এদিকে তাইওয়ানের কম্পনের পর সমুদ্র তরঙ্গে হেরফের হবে ধরে নিয়েই হংকং, জাপান, চিনের উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সুনামি সতর্কতা। বিশেষজ্ঞরা বলছ্ন, ভূমিকম্প তাইওয়ানে প্রায় হয়। এই দ্বীপ দেশ দুটি ভূমি স্তরের (টেকটোনিক প্লেট) সংযোগস্থলের কাছে অবস্থিত।