Durand Cup: ডুরান্ড কাপ জয়ী দল পায় তিনটি ট্রফি, জানুন বিস্তারিত

Durand Cup

মনিপুর, আসাম এবং পশ্চিমবঙ্গ জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ১৩১ তম ডুরান্ড কাপ (Durand Cup)। আগামী ১৬ আগষ্ট টুর্নামেন্টের প্রথম ম‍্যাচে খেলবে এটিকে মোহনবাগান বনানী ইস্টবেঙ্গল। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ই সেপ্টেম্বর সল্টলেকের যুবভারতীতে।

ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্টের জয়ী দলকে দেওয়া হয় তিনটি ট্রফি।সেই ট্রফি তিনটি হলো – প্রেসিডেন্টস কাপ, সিমলা কাপ এবং ডুরান্ড কাপ
প্রেসিডেন্টস কাপ:– এই ট্রফিটি দেওয়া হয় ভারতের প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদের নামে।ভারত স্বাধীন হওয়ার পর প্রথম বার দেওয়া হয়েছিলো এই ট্রফি।

   

সিমলা কাপ :- এই টুর্নামেন্ট শুরু’র দিকে অনুষ্ঠিত হতো সিমলায়। ১৮৮৮ থেকে ১৯৪০ সাল অবধি নিয়মিত সিমলায় অনুষ্ঠিত হতো এই টুর্নামেন্ট।এরপর দিল্লিতে স্থানান্তরিত হয়।১৯০৪ সালে প্রথম বার সিমলা কাপ দেওয়া হয়।এরপর থেকে নিয়মিত ভাবেই দেওয়া হচ্ছে এই ট্রফি।
এর পাশাপাশি দেওয় হয় ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন