অডিও কাণ্ডের জের, কুণালকে গাল দিলেন দীপ্সিতা!

আন্দোলনকারীদের উপর হামলা চালানোর ভাইরাল অডিও (Viral Audio) নিয়ে কুণাল ঘোষকে আক্রমণ করলেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। সেই কথা প্রকাশ্যে এনে তৃণমূল নেতা…

Kunal's 'Advice' for the CPIM to Bounce Back Under main accused on RG Kar case Sanjay's Leadership

আন্দোলনকারীদের উপর হামলা চালানোর ভাইরাল অডিও (Viral Audio) নিয়ে কুণাল ঘোষকে আক্রমণ করলেন সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। সেই কথা প্রকাশ্যে এনে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, “দীপ্সিতা।
অডিও নিয়ে আমাকে বিশেষণসহ গাল দিয়েছেন দেখলাম।
অডিও আপনাদের অনেকের কাছেই ছিল, সেখান থেকে লিক।”

তিনি আরও লিখেছেন, “আসল কথা, ওই হামলার ভয়ঙ্কর চক্রান্ত যদি ঠিক হয়, এক সংলাপকারী স্বীকারও করেছেন, তার পরেও কথা?
তা সুশান্ত ঘোষের ভিডিওটা দেখেছেন নাকি? ওগুলো ভারি পছন্দ বলে ও নিয়ে নীরব ????”

   

প্রসঙ্গত, নবান্নে আন্দোলনকারীদের উপর হামলা চালানোর চক্রান্তের অডিও প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তারপরই বিধাননগর পুলিশ কমিশনারেট হালতু থেকে একজনকে গ্রেফতার করে। গতকাল অর্থাৎ ১৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় বামনেতা কলতান দাশগুপ্তকে (Kalatan Dasgupta)। অভিযুক্ত নেতা বলেন, “ন্যায়বিচারের দাবি থেকে এই মোড় ঘোরানোর জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে।”

অন্যদিকে, ডিসি বিধাননগর অণীশ সরকার বলেছেন যে এই অডিওটি একদম সত্য। তাছাড়া হালতু থেকে ধৃত ব্যক্তি নিজে স্বীকার করেছেন যে এই কণ্ঠস্বরটি তার।