বেশ কয়েকদিন আগেই ইন্ডিয়ান সুপার লিগ শেষ করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকে আসেনি জয়। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সকলেই। তবে সেইসব এখন অতীত। দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য পেতে মরিয়া আদ্রিয়ান লুনাদের ফুটবল ক্লাব। গত জামশেদপুর ম্যাচ ড্র করতেই দেশের এই প্রথম ডিভিশন লিগের সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল এই ফুটবল দলের তবুও বাকি ম্যাচগুলিকে হালকাভাবে নেননি তৎকালীন কেরালা কোচ।
গুরুত্ব দিয়েছেন সবকটি ম্যাচকেই। আসলে ইন্ডিয়ান সুপার লিগে দলের আহামরি পারফরম্যান্স না থাকলে আসন্ন সুপার কাপে নিজেদের মেলে ধরতে বধ্যপরিকর এই দল। সেজন্য গত ২৪ শে মার্চ থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করেছে আইএসএলের এই ক্লাব। বহু আশা নিয়ে এবারের সিজন শুরু করেছিল নোয়া সাদাউরা। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও পরবর্তীতে আর এগোতে পারেনি কেরালা। তার উপর রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের খারাপ পারফরম্যান্স সেই সমস্ত কিছুকে দূরে রেখে সাফল্যের সাথে মরসুম শেষ করার টার্গেট সকলের। এবারের সুপার কাপের রাউন্ড অফ সিক্সটিনে ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলবে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল দল।
কিন্তু এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর কেরালা ব্লাস্টার্সের তারকা ফরোয়ার্ড কোরো সিংকে (Korou Singh) নিতে নাকি আগ্ৰহ প্রকাশ করেছে ডেনমার্কের এক ফুটবল ক্লাব ব্রান্ডবি আইএফ। গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর উপর নজর রাখছে এই বিদেশি ফুটবল ক্লাব। চলতি আইএসএল মরসুমে প্রায় ১৪টি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। তারমধ্যে ২ টি গোল এবং ৪টি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। এমনকি এবারের কলিঙ্গ সুপার কাপে ও তাঁকে সামনে রেখে সাফল্য পেতে চাইবে কেরালা।
হিসাব অনুযায়ী আগামী ২০২৯ সাল পর্যন্ত দক্ষিণের এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে এই তরুণ ফুটবলারের। যারফলে বাড়তি ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে নিতে হবে অন্য দলকে। কিন্তু আদৌও তিনি কেরালা ছাড়তে চাইবেন কিনা সেটাই দেখার বিষয়।