গুয়াহাটি: দিল্লি বিস্ফোরণ কান্ডের (Delhi Blast) পর সমাজমাধ্যমে আপত্তিজনক ‘উত্তেজনামূলক’ পোস্ট করায় ৫ জনকে গ্রেফতার করল অসম পুলিশ (Assam Police)। বুধবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্দ বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। এক্সে ওই ৫ অভিযুক্তের নাম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
অভিযোগ, দারাঙ্গের বাসিন্দা মাত্তিউর রহমান, গোয়ালপাড়ার আলি মন্ডল, চিরাঙ্গের আব্দুল লতিফ, কামরূপের ওয়াজহুল কামাল এবং বঙ্গাইগাঁও-এর নূর আমিম সমাজমাধ্যমে দিল্লি বিস্ফোরণ নিয়ে ‘প্ররোচনা’ এবং ‘উত্তেজনামূলক’ কনটেন্ট পোস্ট করছিলেন।
https://x.com/himantabiswa/status/1988521695133790222
হিমন্ত (Himanta Biswa Sarma) বলেন, “সমাজমাধ্যমে কেউ সন্ত্রাসের সপক্ষে ঘৃণাপূর্ণ পোস্ট করলে তাঁর বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করবে”। অন্যদিকে, দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) পর গুয়াহাটি স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্ম গুলিতে আরপিএফ এবং জিআরপি চিরুনি তল্লাশি চালাচ্ছে, বলেও জানা গিয়েছে।
NIA-এর হাতে তদন্তভার
সোমবার ৬.৫২ মিনিটে লাল কেল্লা থেকে অনতিদূরে ভয়াবহ বিস্ফোরণের পর নিরাপত্তাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তারপর ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় NIA-এর হাত। ঘটনায় ইতিমধ্যেই কলকাতা সহ দেশের গুরুত্বপূর্ণ শহর এবং সংবেদনশীল এলাকায় তৎপর পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
সোমবার সন্ধ্যা থেকে কলকাতা শহরের উল্লেখযোগ্য রাস্তা এবং শহীদ ক্ষুদিরাম, কালীঘাট, এসপ্ল্যানেডের মত মেট্রো স্টেশন এবং শিয়ালদহ, হাওড়া, কলকাতা স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিটি গাড়িকে নাকা চেকিং-এ দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজধানী সহ উল্লেখযোগ্য ট্রেনে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়েছে।


