Cyclone Asani: ঘুম ভেঙে বঙ্গে নয় ব্রহ্মদেশের দিকে তাকাল সাগর দানব অশনি

বঙ্গোপসাগরের দানব অশনি (Asani) ঘুম ভেঙে আড়চোখে চাইল ব্রহ্মদেশের দিকে। ফলে তার গতিপথ ভারতেরই প্রতিবেশি দেশটির উপকূলে। পরিস্থিতি বুঝে মায়ানমারের (ব্রহ্মদেশ) সামরিক সরকার তাদের উপকূল বরাবর সতর্কতা জারি করেছে।

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় অশনি সোমবার থেকে হামলার জন্য তৈরি হবে। ভারত ও বাংলাদেশের আবহাওয়া বিভাগ তার দিকে নজর রাখছে। বিশ্লেষণে উঠে আসছে, বাংলাদেশের উপকূল ঘেঁষে অশনি ঢুকবে মায়ানমারের উপকূলে।

   

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তীব্র গরমে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে। মেঘ উড়ে গিয়ে রোদ সকাল থেকেই সরাসরি ভূখণ্ডে নেমেছে। নেমে এসে গরম তৈরি করেছে। এর ফলে নিম্নচাপ যদি আরও শক্তি অর্জন করে তাহলে সোমবার ও মঙ্গলবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম অশনি। নামকরণ করছে শ্রীলংকা।এর প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

ভারতের মৌসম ভবন বলছে, পূর্বাভাস দিয়েছে যে ঘূর্ণিঝড় মায়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি। ভারতের উপকূল এলাকার পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুডুচেরির দিকে সাগরে মাছ ধরা সাময়িক বন্ধ রেখে মৎস্যজীবীদের ফিরতে বলা হয়েছে।

অসনি ঘূর্ণি মায়ানমারের পূর্ব উপকূলের তিনটি প্রদেশের উপর আছড়ে পড়ার সম্ভাবনা। এর অন্যতম রাখাইন ও ইরাবতী ও মন প্রদেশ। মায়ানমারে এখন সামরিক সরকার। ঝড় মোকাবিলায় তাদের ভূমিকা কী তা নিয়েও প্রশ্ন উঠছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন