Cyclone Asani: আসছে অশনি, সতর্কতা জারি বাংলাদেশে

অশনি নিয়ে সতর্কতা জারি করল বাংলাদেশ। আজ সোমবার সরকারি তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। (Cyclone Asani) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে উত্তর আন্দামান…

Cyclone Asani: আসছে অশনি, সতর্কতা জারি বাংলাদেশে

অশনি নিয়ে সতর্কতা জারি করল বাংলাদেশ। আজ সোমবার সরকারি তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। (Cyclone Asani)

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা বিকালে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর ফলে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

অশনির কারণে সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্কতা জারি হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দর এলাকায়। উপকূলীয় অঞ্চলেও জারি হয়েছে সতর্কতা। 

Advertisements

এদিকে, ভারতে অশনি না এলেও এর প্রভাব পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অশনির প্রভাবে শনিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে আন্দামানে। রবিবার তা বেড়েছে। সোমবারও চলবে বৃষ্টি।

রবিবার আন্দামান ও নিকোবরের উপকূলীয় অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন চেন্নাই এবং বিশাখাপত্তনম থেকে আসা জাহাজগুলিকে স্থগিত রাখা হয়েছে। মতসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামানে দেড়শোরও বেশি এনডিআরএফ কর্মী পাঠানো হয়েছে। ইতিমধ্যে ছয়টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে।