ইডির নজরে থাকা এই দুই ভারতীয় ক্রিকেটারের বাজেয়াপ্ত হল কোটি টাকার সম্পত্তি

cricketer Shikhar Dhawan & Suresh Raina property seized by ED

নয়া কেলেঙ্কারি ঘিরে উত্তাল ভারতীয় ক্রিকেট (Cricket) ও বিনোদন জগৎ। দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা শিখর ধাওয়ান ও সুরেশ রায়না এখন আর শুধু মাঠে নয়, আইনের নজরদারিতেও আছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের মোট ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

ইডির তদন্ত অনুসারে, এই দুই প্রাক্তন ক্রিকেটার 1xBet নামের বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থনৈতিক তছরুপ ও প্রতারণার সঙ্গে যুক্ত ছিল এই অ্যাপ। ধাওয়ান ও রায়নার সম্পত্তি বাজেয়াপ্তের মধ্যে রয়েছে রায়নার ৬.৬৪ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি।

   
সুপার কাপের সেমিফাইনাল নিশ্চিতের পর সেলিব্রেশনে এই দলের সমর্থকরা

ইডি সূত্র জানিয়েছে, ধাওয়ানকে ৪ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর রায়নাকে তার এক মাস আগে। শুধু তাদের নয়, এই মামলায় আরও অনেক সেলেব্রিটি ও প্রাক্তন খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডির নজর আগে থেকেই এই বেটিং অ্যাপগুলোর উপর ছিল, বিশেষ করে অনলাইন গেমিং অ্যাপ সম্পর্কিত নতুন আইন প্রবর্তনের আগে থেকেই।

প্রসঙ্গত, ‘ওয়ানএক্স বেট’ অ্যাপকে কেন্দ্র সরকার বেআইনি ঘোষণা করেছে। এটির প্রচারমূলক কাজে যুক্ত ছিলেন যুবরাজ সিংহ, রবিন উথাপ্পা, অভিনেতা সোনু সুদসহ আরও বেশ কয়েকজন। সম্প্রতি প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা এবং বলিউড তারকা উর্বশী রৌতেলা-ও এ সংক্রান্ত জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছেন।

সরকারি সূত্রের বরাতে জানা গিয়েছে, এই অনলাইন বেটিং প্ল্যাটফর্ম বছরের পর বছর বিভিন্ন নামে মানুষের আস্থা জিততে এবং আর্থিক লেনদেনে প্রতারণার ছক কষছিল। সেই প্রচারে প্রখ্যাত সেলেব্রিটিদের মুখ ব্যবহার করা হচ্ছিল, যা এই দুই প্রাক্তন ক্রিকেটারের সম্পত্তি বাজেয়াপ্তের পেছনে প্রাথমিক কারণ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন