CPIM: ভয় ঢুকেছে মমতার, তার জন্য দার্জিলিংয়ে ধনখড়ের সঙ্গে বৈঠক: মহ: সেলিম

উপরাষ্ট্রপতি ভোটে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস: অভিষেক

২১ জুলাই সমাবেশের পর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, উপরাষ্ট্রপতি নির্বাচনে দল অংশ নিচ্ছে না। বিরোধী জোটের প্রার্থীকে তৃণমূল সমর্থন না করার জন্য সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কটাক্ষ, ভয় ঢুকেছে মমতার। তার জন্য দার্জিলিংয়ে ধনখড়ের সঙ্গে বৈঠক হয়েছিল বৈঠক।

পড়ুন : উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূলঃ অভিষেক

   

উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়ানোয় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তবে টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বলেন, রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস দলের যে সম্পর্ক ছিল, তা থেকেই তাঁকে সমর্থনের প্রশ্ন নেই। আর বিরোধী প্রার্থী হিসেবে মার্গারেট আলভাকে যেভাবে কোনও আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বেজায় ক্ষুব্ধ দলের নেতারা। তাই তৃণমূলের তরফে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই অবস্থানের কড়া সমালোচনা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, আসলে উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাওয়ার পর এখন বলছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে অবস্থান ঠিক করতে পারছেন না কারন ইডি, সিবিআইয়ের চাপ রয়েছে। কীভাবে কয়লা পাচারের টাকা পাচারকারীদের মাধ্যমে ভাইপো এবং ভাইপোর বউয়ের অ্যাকাউন্টে গেছে। কীভাবে বিদেশে গেছে। এমনকি সিসিটিভি ফুটেজ অবধি রয়েছে।

একুশে জুলাই মঞ্চ থেকে একাধিক ইস্যুতে সিপিআইএমের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সরকারী চাকরী পদ খালি থাকলেও নিয়োগ না হওয়ার জন্য সরাসরি আক্রমণ করেছেন আইনজীবী সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে।

তৃণমূল সুপ্রিমো বলেন, রাজ্য সরকার ১৭ হাজার শিক্ষক পদে নিয়োগে জন্য প্রস্তুত। সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেগে মমতার বার্তা, বিকাশবাবুদের জন্য নিয়োগ হচ্ছে না।কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? সেই ফাইলটা একটু বার করব? কী বলেন বিকাশ বাবু! যদিও বিকাশ ভট্টাচার্য ফের চ্যালেঞ্জ করে প্রমাণ দিতে বলেছেন।

পড়ুন: CPIM: ‘এক হাঁড়ি মিষ্টি খাওয়াব’ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মমতাকে চ্যালেঞ্জ বিকাশরঞ্জনের

সাংবাদিক বৈঠকে সেলিম বলেন, সমাবেশটা কেন ডাকা হয়েছিল সেটা নিয়েই সন্দেহ। ঘোষিত কর্মসূচিটা কী? রাজনীতিটা কী? তার কোনও উত্তর মেলেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন