CPIM: তৃ়ণমূল নেতারা রাস্তায় রাস্তায় টাকা ফেলে পালাবে: সুজন চক্রবর্তী

পরিস্থিতি যা হতে চলেছে তাতে সিবিআই ও ইডি যদি ঠিক মতো চাপ দেয় তাহলে তৃণমূলের (TMC) নেতারা ভয়ে রাস্তায় রাস্তায় টাকা ফেলে পালাবে। শাসক দলকে…

CPIM: তৃ়ণমূল নেতারা রাস্তায় রাস্তায় টাকা ফেলে পালাবে: সুজন চক্রবর্তী

পরিস্থিতি যা হতে চলেছে তাতে সিবিআই ও ইডি যদি ঠিক মতো চাপ দেয় তাহলে তৃণমূলের (TMC) নেতারা ভয়ে রাস্তায় রাস্তায় টাকা ফেলে পালাবে। শাসক দলকে এমনই রাজনৈতিক কটাক্ষ করলেন (CPIM) সিপিআইএম নেতা (Sujan Chakraborty) সুজন চক্রবর্তী।

কলকাতায় সুজন সাংবাদিকদের বলেন, তৃ়ণমূলের নেতারা ঘাটে ঘাটে টাকা রেখেছে। আর সব টাকার ভাগ গেছে কালীঘাটে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুজনের কটাক্ষ নিয়ে রাজনৈতিক মহল সরগরম।

সুজন বলেন সিপিআইএম নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সিবিআই, ইডি, ইন্টারপোল যা খুশি ব্যবহার করা হোক। তাতে কিছুই হবে না। আমরা সব তদন্তের মুখোমুখি হব। কিন্তু তৃণমূলের কী হবে?

Advertisements

নিয়োগ দুর্নীতি, গোরু পাচার তদন্ত চলছে রাজ্যে। দুটি তদন্তে ইডি ও সিবিআই একসাথে নেমেছে। বিপুল নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের কর্মকর্তারা গ্রেফতার হয়েছেন। টেট দুর্নীতিতে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তদন্তে আরও নাম উঠে আসছে বলেই ইঙ্গিত ইডির। আর গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জেলে।