SSC Scam: ‘ওটা লভ্যাংশ ভাগের অফিস’, অভিষেককে প্রবল আক্রমণে সেলিম

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে চাকরি প্রার্থীদের বৈঠক হয়েছিল৷ তৃণমূলের তরফে ‘ইতিবাচক’ দাবি করা সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ ওই বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ সোমবার তিনি বলেন, সে দিন শিক্ষামন্ত্রী নয়, তিনি তৃণমূলের সহ-সভাপতি হিসাবে ওই বৈঠকে হাজির ছিলেন। এবার বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ 

Advertisements

কলকাতা ২৪x৭ এর তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, যখন ওকে জেলে ধরে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে তখন বলবে৷ এসব হল দুর্নীতির আখড়া। আর ওটা দলীয় অফিস ও নয়, সরকারি অফিসও নয়। ওটা লিপস অ্যান্ড বাউন্সের লভ্যাংশের ভাগের অফিস। 

উল্লেখ্য, শুক্রবার ক্যামাক স্ট্রিটে চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানায় চাকরি প্রার্থী সৈদুল্লাহ৷ বঞ্চিত চাকরি প্রার্থীদের ১০০ শতাংশকেই নিয়োগের আশ্বাস দিয়েছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজনৈতিক দফতরে শিক্ষামন্ত্রী কী ভাবে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন? প্রশ্ন উঠতে শুরু করেছিল।

Advertisements

 সোমবার ব্রাত্য বসু জানালেন,  আমার রাজনৈতিক যিনি নেতা তিনি বিষয়টাকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করছেন৷ এবার সহানুভূতির সঙ্গে আইন মেশাতে হবে৷ সহানুভূতিহীন আইন অর্থহীন৷ আইন এবং সহানুভূতির সুষ্টু সমন্বয় চাই৷ বেআইনিভাবে আমরা কিছু করতে চাই না। আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ৮ তারিখ চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, ওরা ৮ তারিখ বৈঠকে বসার জন্য আবেদন করার কথা৷ আশা করছি শীঘ্রই আবেদন পেয়ে যাবো৷