দিল্লি বিস্ফোরণে সিপিএমের উদ্বেগ, তদন্তে দ্রুততার দাবি

cpim-condemns-delhi-blast-investigation-demands-action

নয়াদিল্লি: রাজধানীর বুকে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণকে কঠোর ভাষায় নিন্দা জানাল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা CPI(M)। দলের পলিটব্যুরো প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় রাজধানীতে এমন ভয়াবহ বিস্ফোরণ অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা।

Advertisements

দলটি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রেস রিলিজে উল্লেখ করা হয়, “যেসব পরিবার অকালে প্রিয়জনকে হারাল, CPI(M) তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

   

CPI(M) উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, সাম্প্রতিক তদন্তে দিল্লির আশপাশের এলাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিবৃতিতে বলা হয়, এই তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে যে ঘটনার পেছনে কোনো সুসংগঠিত নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।

পলিটব্যুরো সরকারকে দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, “সরকারের দায়িত্ব অপরাধীদের খুঁজে বের করা এবং আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা।”

Advertisements

বিবৃতিতে জনগণকেও আহ্বান জানানো হয়েছে সতর্ক থাকার জন্য। CPI(M) বলেছে, “দেশের নাগরিকদের শান্ত থাকুন, নিরাপত্তাবিধি মেনে চলুন এবং উসকানিতে প্ররোচিত হবেন না।”

প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই এই সংকটের সময়ে সবচেয়ে জরুরি। রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ নাগরিক সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলেও আহ্বান জানানো হয়েছে।

লালকেল্লা–সহ দিল্লি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্ত একাধিক স্তরে চলছে, তবে সরকারি বিবৃতি এখনো প্রকাশ হয়নি। নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাটিকে ‘হাই–প্রায়োরিটি’ হিসেবে দেখছে এবং বিস্ফোরণের প্রকৃতি, উদ্দেশ্য ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক—সবগুলো বিষয়ে গভীরভাবে যাচাই করছে। CPI(M)–এর বিবৃতি সেই সামগ্রিক উদ্বেগকেই