চিনে (China) কী হয়েছে তা নিয়ে চিন্তায় বিশ্ব। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে সে দেশে প্রবল (Covid 19) করোনা সংক্রমণ চলছে। এর জেরে আশঙ্কিত বিশ্ব। তবে চিন সরকার নীরব। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে শনিবার যে তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে করোনা (Corinavirus) কমেছে হুড়মুড়িয়ে।
বি়ভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভয় নয় সঠিক পরিসংখ্যানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ডোমিটারের দেওয়া পরিসংখ্যানে ভরসা করতে।
- হু এবং ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, শনিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৭৮৩ জনের মৃত্যু হয়েছে।
- শুক্রবারের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় পৌনে ছয়শো। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার ১৬২ জন।
- নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যা কমেছে লক্ষাধিক।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান দেয় ওয়ার্ল্ডোমিটার। তাদের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণেপযর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬২২ জন। মৃত্যু হয়েছে ৩৩৯ জনের।
২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনের উহান শহরে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বিশ্বজোড়া মহামারি’ হিসেবে ঘোষণা করে।