হায়দরাবাদের বিপক্ষে নামার আগে কী বললেন কনর শিল্ডস?

জয় দিয়েই এবারের আইএসএল মরসুম শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই কলিঙ্গের বুকে তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী ওডিশা এফসি‌কে। কিন্তু সেই ধারা বেশিদিন…

Chennaiyin FC star Connor Shields

short-samachar

জয় দিয়েই এবারের আইএসএল মরসুম শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই কলিঙ্গের বুকে তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী ওডিশা এফসি‌কে। কিন্তু সেই ধারা বেশিদিন বজায় থাকেনি। দ্বিতীয় ম্যাচেই তাঁদের ধাক্কা খেতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। ঘরের মাঠে এই পরাজয় যথেষ্ট হতাশ করেছিল সকল ফুটবলপ্রেমীদের। পরবর্তীতে ফের আটকে যেতে হয়েছিল দুর্বল হায়দরাবাদ এফসির কাছে। সেই ধাক্কা ভুলে দল পুনরায় ছন্দে ফিরলেও এখন পর্যন্ত আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি ওয়েন কোয়েলের ছেলেরা‌।

   

গত ম্যাচেই তাঁরা পরাজিত হয়েছে কলকাতার আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের কাছে। সম্পূর্ণ সময়ের শেষে ইন্দোরের বুকে দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল অস্কার ব্রুজনের ছেলেরা। সেই হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ আইএসএল জয়ীদের কাছে। সেই অনুযায়ী বুধবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসির বিপক্ষে খেলতে নামবে লুকাস বামব্রিলারা। প্রথম লেগে আটকে যেতে হলেও এবার পুরো পয়েন্ট ছিনিয়ে নিতে মরিয়া দক্ষিণের এই ফুটবল ক্লাব।

হায়দরাবাদ ম্যাচে নামার আগে এবার সেই নিয়েই মুখ খুললেন চেন্নাইয়িন এফসির তারকা ফুটবলার কনর শিল্ডস (Connor Shields)। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে এই স্কটিশ ফুটবলার বলেন, ” আমরা ঘরের মাঠে এই ম্যাচ জিততে চাই। সেই নিয়ে আমাদের দলের ফুটবলাররা যথেষ্ট আশাবাদী। আমরা ওডিশা এবং নর্থইস্টের বিপক্ষে যেভাবে পারফর্ম করেছি, যে খেলাগুলো আমরা জিতেছি, সেভাবে আমরা যদি খেলতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। ঘরের মাঠে সহজেই আমরা জিততে সক্ষম থাকব।”

বর্তমানে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে ওয়েন কোয়েলের ফুটবল দল। এবার হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় পেলে অনায়াসেই টেবিলের বেশ কিছুটা উপরে উঠে আসবে চেন্নাইয়িন। সেক্ষেত্রে অনায়াসেই তাঁরা পিছনে ফেলে দেবে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে। এখন সেদিকেই নজর থাকবে সকলের।

Chennaiyin FC star Connor Shields expresses confidence ahead of their crucial ISL match against Hyderabad FC. With a home win, Chennaiyin FC aims to climb the points table.