তৃণমূল দলটাই চল্লিশ চোরের দল, তোপ অধীরের

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রবল চাপে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলকে চল্লিশ চোরের দল বলার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি সহানুভূতি জানালেন

Advertisements

বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, পার্থবাবুর প্রতি আমার করুণা হচ্ছে। গোটা তৃণমূল দলটাই চল্লিশ চোরের দল। জেলার কোনও নেতা বললেন আর পার্থবাবু চাকরি দিয়ে দিলেন এত বোকা উনি নন। উনি মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে কিছু করেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে পার্থবাবু কোনও কাজ করেন না। তাই মুখ্যমন্ত্রী নিজে এরসঙ্গে জড়িত বলে দৃঢ়তার সঙ্গে বলতে পারি।

এরই সঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে তাঁরই বিরুদ্ধে তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে কেউ যদি অন্যায় করে থাকেন তাহলে তাঁকে কেউ ভালোবাসে না, আমিও ভালোবাসি না। হঠাৎ করে এই কথাগুলো সামনে আসছে কেন?

Advertisements

তাঁর কথায়, পার্থবাবুর দুর্নীতি যখন প্রমাণিত হচ্ছে তখনই এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। পার্থবাবু একা দোষী নয়। আসলে তিনি কারও নির্দেশে এই সব কাজ করছেন। কার নির্দেশে করেছেন আমরা তা জানি। আর যখনই তিনি নির্দেশ মতো দুর্নীতি করলেন তখনই তাঁকে ঝেড়ে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত পার্থবাবুকে পদত্যাগ করতে বলা।

এরপরেই তৃণমূলের উদ্দেশ্যে অধীর রঞ্জন চৌধুরী বলেন, যাঁরা দুর্বল, কাপুরুষ ও অপরাধ করেছেন তাঁরা তদন্তকারী সংস্থার সামনে মোকাবিলা করতে ভয় পান। শিক্ষামন্ত্রী যে দুর্নীতি করেছেন তা প্রমাণিত। সেটা তৃণমূলের মুখপাত্রের কথায় বারবার প্রমাণ হয়ে যাচ্ছে।