‘ভোট ড্যামেজের চেষ্টা’, আড়িয়াদহকাণ্ডে পাল্টা তোলপাড় ফেলা অভিযোগ মমতার

মুম্বাইয়ের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মূলত মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল শুক্রবার উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা বলে…

mamata 'ভোট ড্যামেজের চেষ্টা', আড়িয়াদহকাণ্ডে পাল্টা তোলপাড় ফেলা অভিযোগ মমতার

মুম্বাইয়ের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মূলত মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল শুক্রবার উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা বলে খবর। শুধু তাই নয়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করবেন তিনি বলে খবর। 

ধনকুবের ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। বৃহস্পতিবার বিশেষ বিমানে মুম্বই উড়ে যাবেন তিনি। তবে তার আগে বড় মন্তব্য করলেন মমতা।
আড়িয়াদহর ভাইরাল সিরাজকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দপাধ্যায়। ঝড়ের গতিতে কীভাবে আড়িয়াদহের জয়ন্তের উত্থান হল? তাঁর বিশাল অট্টালিকা, বিলাসবহুল গাড়ি কীভাবে এল? তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিকে এই বিষয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘২০২১ সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজের চেষ্টা। অর্জুন সিংহর সময়ের ঘটনা ওটা। যারা অই ঘটনা ঘটিয়েছে তারা জেলে।’

   

মা ও কলেজপড়ুয়া ছেলেকে গণপিটুনির ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল কর্মী জয়ন্ত সিং-এর। একজন দুধ বিক্রেতা থেকে কীভাবে এরকম বিলাসবহুল বাড়ি, গাড়ি হল তাঁর সেটা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। ক্লাবঘরের মধ্যে তালিবানি অত্যাচার, উইকেট দিয়ে মারের ভিডিও সামনে আসতেই গ্রেফতার করা হল জয়ন্তকে। এমনকি তাঁর আরও এক সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।