নতুন করে ভারতের বিরুদ্ধে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চিন (China)। ভারত-চিনের মধ্যেকার ঠাণ্ডা লড়াই যেন থামারই নাম নিচ্ছে না। অরুণাচল প্রদেশ নিয়ে আরও এক বিতর্কিত পদক্ষেপ নিল চিন। অরুণাচল প্রদেশের বহু জায়গার নাম বদলে দিয়েছে চিন। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ৩০টি জায়গার নাম চাইনিজ নামকরণ করেছে।
চিন ইতিমধ্যেই দাবি করে আসছে যে অরুণাচল প্রদেশ তাদের অংশ, যার জবাবে ভারতের বিদেশমন্ত্রক সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে যে অরুণাচল প্রদেশ সর্বদা আমাদের অংশ ছিল, আছে এবং থাকবে। অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার জন্য ৩০টি নতুন নামের চতুর্থ তালিকা প্রকাশ করল চিন। এই তালিকায় অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদলে দিয়েছে চিন।
ভারত ক্রমাগত চিনকে জবাব দিচ্ছে, যার পরেও চিন পিছু হটছে না। বরং ক্রমাগত পা বাড়াচ্ছে অরুণাচল প্রদেশের দিকে। চিন যে ৩০টি অযৌক্তিক দাবি করেছে তার মধ্যে রয়েছে ১১টি আবাসিক এলাকা, ১২টি পর্বত, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ এবং একটি খালি জমি। তবে অরুণাচল প্রদেশের সব জায়গার নাম বদলে চিন করার প্রস্তাব খারিজ করে দিয়েছে ভারত। ভারত দৃঢ়ভাবে দাবি করে যে অরুণাচল প্রদেশ দেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর নাম পরিবর্তন এই বাস্তবতা পরিবর্তন করবে না।
এক রিপোর্টে বলা হয়েছে, ১ মে থেকে এ আদেশ কার্যকর করার বিধান রাখা হয়েছে ১৩ নম্বর অনুচ্ছেদে। এতে বলা হয়, চীনের আঞ্চলিক দাবি ও সার্বভৌমত্বের অধিকারের ক্ষতি করে এমন বিদেশি ভাষায় লেখা নাম অনুমোদন ছাড়া সরাসরি উদ্ধৃত বা অনুবাদ করা যাবে না।