আপনার আধার কার্ড (Aadhaar Card) নতুন করে আপডেট করতে চান। কিন্তু করতে পারছেন না! অথবা ফোন নম্বরটি বন্ধ হয়ে গিয়েছে, যার জন্য আটকে যাচ্ছে আধার কার্ড সংক্রান্ত সমস্ত কাজকর্ম। চিন্তার কোনো কারণ নেই, খুব সহজেই আপনি আপডেট করতে পারেন আপনার সমস্যার নতুন নথি ফোন নম্বর থেকে শুরু করে ঠিকানা এমনকি ছবিও।
বর্তমানে আমাদের দেশে পরিচয় পত্র হিসাবে মান্যতা পেয়েছে আধার কার্ড। ঠিক সেই কারণেই অফিস আদালত থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ সব কিছুতেই বাধ্যতামূলক আধার। তবে প্রয়োজনীয় কিছু পরিবর্তন করার থাকলেও বিভিন্ন রকম ঝামেলার জন্য সে কাজ হয়ে ওঠে না। তবে আর নয়, কারণ সহজ উপায় নিয়ে এসেছে দ্যি ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অফ ইন্ডিয়া।
তবে যেতে হবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে, সেখানে গিয়ে প্রথমেই যেতে হবে udai.gov.in এ। তারপরে আপডেট মায় আধার অপশনে গিয়ে পূরণ করতে হবে ফ্রম। ঠিক কি আপডেট করতে চান তা জানিয়ে করতে হবে আবেদন। বলে রাখি আগামী ১৪ই জুন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে হবে এই কাজ। তারপরে নিজের ফোন নম্বর, কিংবা ছবি কিংবা ঠিকানা যা আপনি পরিবর্তন করতে চান তা দিয়ে দিতে হবে। মাত্র ৯০ দিনের মধ্যে আপডেট হয়ে যাবে আপনার আধার। সে জন্য অবশ্য বাড়ি বসেই নিজের স্মার্টফোন থেকেই দেখে নিতে পারেন আপনার আবেদনের বর্তমান স্থিতি।