কলকাতা ২৫ সেপ্টম্বর: প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বড় স্বস্তি পেয়েছেন। বিশেষ ইডি আদালত তাঁর জামিন বহাল রাখার সিদ্ধান্ত দিয়েছে। তবে আদালতের এই রায়ে খুশি নন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য, “এ ধরনের অপরাধী বাইরে থাকলে সমস্যা সৃষ্টি হতে পারে।”
চন্দ্রনাথ সিনহা দীর্ঘদিন ধরে এই মামলার মোকাবিলা করছেন। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাটি রাজ্য রাজনীতিতে এক সময়ে বড় আলোচনার বিষয় ছিল। অনেকেই আশা করছিলেন, আদালতের রায় চরম কড়া হবে। কিন্তু বিশেষ ইডি আদালতের জামিন বহালের রায় চন্দ্রনাথের পক্ষের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা যাচ্ছে।
বিজেপির কেন্দ্রীয় নেতা সুকান্ত মজুমদার আদালতের রায়ে ক্ষুব্ধ। তিনি বলেন, “যে ধরনের অপরাধের সঙ্গে ব্যক্তিটি যুক্ত, তিনি বাইরে থাকলে আমাদের সিস্টেমের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়। এটি শুধু রাজনৈতিক নয়, সামাজিক দৃষ্টিকোণ থেকেও সমস্যার কারণ হতে পারে।” তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন। অভিযোগ রয়েছে যে, বহু প্রার্থীকে নিয়োগ দেওয়ার সময় অনিয়ম ও ঘুষের অভিযোগ উত্থাপিত হয়েছিল। চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিভিন্ন দফতর ও সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। আদালত এই মামলায় দীর্ঘ শুনানি এবং প্রমাণের ভিত্তিতে জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষ ইডি আদালতের সূত্রে জানা গেছে, আদালত চন্দ্রনাথ সিনহার জামিন বহাল রেখেছে, তবে কিছু শর্ত আরোপ করা হয়েছে। তার মধ্যে রয়েছে আদালতের নিয়ম মেনে চলা, নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকা এবং যেকোনো ধরনের তদন্তে সহযোগিতা করা। আদালত আশা করছে যে, জামিনে থাকা অবস্থায় চন্দ্রনাথ সিনহা কোনোভাবে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করবেন না।
রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকদের মধ্যে এই রায়ের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজ্যের ক্ষমতাসীন দল এই রায়কে স্বস্তির খবর হিসেবে দেখছে, কারণ এটি দীর্ঘদিন ধরে মামলা মোকাবিলার চাপ কমিয়ে দিয়েছে। অন্যদিকে, বিরোধী দলগুলো এই রায়কে প্রশ্নবিদ্ধ করছে। তারা বলছে, “যে ধরনের অভিযোগে তিনি যুক্ত, সেই ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়াটা সঠিক নয়। এটি আইন ও নৈতিকতার সঙ্গে খাপ খায় না।”

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
