চড়া ইএমআইয়ের মাঝেই সরকারি কর্মীদের ডিএ বাড়াতে পারে কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর দিতে পারে কেন্দ্র। বর্তমানে ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের জন্য দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অপেক্ষায়…

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর দিতে পারে কেন্দ্র। বর্তমানে ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের জন্য দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মনে করা হচ্ছে, ২০২২ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় উপহার ঘোষণা হতে পারে।

দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ব্যয়বহুল ইএমআই-এর কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতায় বড়সড় বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতায় বড় রকমের বৃদ্ধি হতে পারে। আগে মনে করা হয়েছিল, ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে। কিন্তু শিল্প শ্রমিকদের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের সাম্প্রতিক তথ্যের পরে, এই প্রত্যাশাটি মুদ্রাস্ফীতি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে ০.০০৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা যেতে পারে।

   

বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা পান। আগে তা বাড়িয়ে ৩৮ শতাংশ করার কথা ছিল। কিন্তু এখন মনে করা হচ্ছে, মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ানো হবে। এপ্রিল মাসের সর্বভারতীয় কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্য দেখে এমনটাই অনুমান করা হচ্ছে।

দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে, এটি অনুমান করা হচ্ছে যে সরকার জুলাই মাসে মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর পরিকল্পনা করছে। এমনটা হলে কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়ানো সম্ভব। কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৯ শতাংশ করা হলে কেন্দ্রীয় কর্মীদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৭ হাজার টাকা করা হতে পারে।

Advertisements

কেন্দ্রীয় সরকার জানুয়ারি ও জুলাই মাসে খুচরা মুদ্রাস্ফীতির তথ্যের ভিত্তিতে বছরে দুবার ডিএ এবং ডিআর সংশোধন করে। দেশের মুদ্রাস্ফীতি আরবিআই-এর অনুমানের উপরে চলে গিয়েছে। খুচরা মুদ্রাস্ফীতি আরবিআইয়ের ৬ শতাংশের সহনশীলতার স্তরের উপরে চলে গেছে। মার্চে ৬.৯৫ শতাংশ থেকে এপ্রিলে খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৭৯ শতাংশে।

কেন্দ্রীয় সরকার জানুয়ারি ও জুলাই মাসে খুচরা মুদ্রাস্ফীতির তথ্যের ভিত্তিতে বছরে দুবার ডিএ এবং ডিআর সংশোধন করে। দেশের মুদ্রাস্ফীতি আরবিআই-এর অনুমানের উপরে চলে গিয়েছে। খুচরা মুদ্রাস্ফীতি আরবিআইয়ের ৬ শতাংশের সহনশীলতার স্তরের উপরে চলে গেছে। মার্চে ৬.৯৫ শতাংশ থেকে এপ্রিলে খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৭৯ শতাংশে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News