Calcutta League: কলকাতা লিগ জয়ের মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Calcutta League

আনুষ্ঠানিকভাবে এখনও বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা (IFA) মহামেডান স্পোটিং ক্লাবকে কলকাতা লিগ (Calcutta League) চ্যাম্পিয়ন ঘোষণা করেনি। ১ নভেম্বর লিগের বড় ম্যাচ মহামেডান এসসি বনাম ইস্টবেঙ্গল এফসি।ওই ম্যাচ সাদা কালো ব্রিগেড যদি জেতে তাহলেই IFA আনুষ্ঠানিক ভাবে মহামেডান স্পোটিং ক্লাবকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করবে।আর এমনটা যদি হয় তাহলে ব্ল্যাক প্যাহ্নর্সরা ব্যাক টু ব্যাক দুবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ট্রফি ক্লাব তাঁবুতে নিয়ে যেতে পারবে।

তবে এতো যদি,কিন্তুর গোলকধাঁধাতে জড়াতে নারাজ মহামেডান স্পোটিং ক্লাব ভক্তরা। গত শুক্রবার, খিদিরপুর এসসির বিরুদ্ধে ৩-০ গোলে জেতার পর মহামেডান সমর্থকরা নিজেদের প্রিয় দলের খেলোয়াড়দের নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে।”জান জান মহামেডান “,দিল দিল মহামেডান” স্লোগানে মেতে উঠতে দেখা যায় সাদা কালো শিবিরের ভক্তদের।

   

অবশ্য লিগ চ্যাম্পিয়ন হওয়ার ইস্যুতে তির্যক অনেক সমালোচনা ধেয়ে আসছে মহামেডান শিবিরের দিকে। তাই মহামেডান কর্মকর্তা তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস খিদিরপুর এসসির বিরুদ্ধে জয়ের পর পরিষ্কার বলেই দিয়েছেন,”অনেকে অনেক রকম কথা বলছে।৫ ম্যাচ খেলে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মহামেডান ক্লাব। IFA যে নিয়ম করেছে তার মধ্যে দিয়েই আমরা খেলছি,তবে আমরা চাই ইস্টবেঙ্গল ম্যাচ জিতে লিগ জিততে।”

প্রসঙ্গত, লিগের টানা তিন ম্যাচে মহামেডান স্পোটিং প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়েছে,কোনও গোল না খেয়ে।প্রতিপক্ষ দল ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে বিল্ড আপ ফুটবল খেলেই সাদা কালো শিবির কলকাতা লিগ ট্রফি ক্লাব তাঁবুতে তুলে আনতে মুখিয়ে রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন