সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের তথ্য জমা দিতে হবে, নির্দেশ হাইকোর্টেরস

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ফের কোর্টের হুঁশিয়ারি রাজ্যকে। এবার দেড় লক্ষের বেশি সরকারি স্কুলের শিক্ষকের সমস্ত তথ্য প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের…

Calcutta-High-Court

নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ফের কোর্টের হুঁশিয়ারি রাজ্যকে। এবার দেড় লক্ষের বেশি সরকারি স্কুলের শিক্ষকের সমস্ত তথ্য প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের শিক্ষা দফতরকে বৃহস্পতিবার এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, প্রায় এক লক্ষ ৬০ হাজার সরকারি স্কুলের শিক্ষকের তথ্য আদালতে জানাতে হবে রাজ্যকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেনিয়ম মামলায় শুনানি ছিল হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিত বসুর বেঞ্চেই এই মামলার শুনানি চলছিল। তখন সেই মামলার প্রেক্ষিতেই রাজ্যকে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে সমস্ত সরকারি শিক্ষকদের তথ্য প্রকাশের নির্দেশ দেন তিনি। পাশাপাশি বাংলা শিক্ষা পোর্টালেও প্রকাশ করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য। সেই সঙ্গে রাজ্যের মিশনারি স্কুলগুলিকেও এই তথ্য প্রকাশের আওতায় আনতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত সরকারি শিক্ষকের নাম,ঠিকানা, স্কুলের নাম, কবে অবসর ও বেতন কাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলা শিক্ষা পোর্টালে প্রকাশ করতে হবে রাজ্যকে। এই তথ্যগুলির মাধ্যমেই শিক্ষক নিয়োগে কোথায় কোথায় অনিয়ম হয়েছে তার সন্ধান পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ফলে আগামীতে স্বচ্ছতা বজায় থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, মুর্শিদাবাদে একজন শিক্ষক এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা না দিয়ে শিক্ষকতা করছিলেন। পরে ধরা পরায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার শুনানি ছিল এদিন।