Bus Accident :স্কুটির সঙ্গে রেষারেষি, বেপরোয়া মিনি বাস পিষে দিল পথচারীকে

bus accident in Dalhousie

 

একটি বেপরোয়া গতিতে আসা মিনিবাস পিষে দিল এক পথচারীকে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডে। বেপরোয়া মিনিবাসটি একটি স্কুটি আরোহীকে ওভারটেক করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

   

একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে প্রকশিত খবরের ভিত্তিত জানা গিয়েছে দুর্গাপুর স্টেশন থেকে প্রান্তিকা বাসস্ট্যান্ডগামী রুটের একটি মিনিবাস বেপরোয়া গতিতে আকবর রোড দিয়ে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চালক স্বাভাবিকের তুলনায় বেশি গতিতে বাস চালাচ্ছিলেন। এক স্কুটি আরোহীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক সেই সময় রাস্তার ধার দিয়েই হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। নিয়ন্ত্রণ হারিয়ে সেই মহিলা পথচারীকে পিষে দেয় ঘাতক মিনি বাসটি। মৃত্যু হয় সালমা বিবি নামে বছর পঞ্চাশের ওই মহিলা পথচারীর।

এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পরেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। স্থানীয়দের একাংশের বক্তব্য চালক নাকি নেশাগ্রস্ত ছিলেন। চালকের গ্রেপ্তারের দাবি জানান তারা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন