Bangladesh: সীমান্তে বিজিবি অভিযান, পশ্চিমবঙ্গে পাচার হচ্ছিল বিপুল সোনা

প্রতিবেশি দেশ ভারতে সোনা পাচারের (Gold smugling) বড়সড় চক্রকে ধরল বর্ডার গার্ড বাংলাদেশ (BGB); এই বিপুল সোনা পাচার হচ্ছিল খুলনা বিভাগের চুয়াডাঙ্গা থেকে সীমান্তের ওপারে…

BSF with Gold

প্রতিবেশি দেশ ভারতে সোনা পাচারের (Gold smugling) বড়সড় চক্রকে ধরল বর্ডার গার্ড বাংলাদেশ (BGB); এই বিপুল সোনা পাচার হচ্ছিল খুলনা বিভাগের চুয়াডাঙ্গা থেকে সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গে। ধৃতকে জেরা করে বাংলাদেশের (Bangladesh) সীমান্ত অঞ্চল জুড়ে সোনা পাচারের আরও তথ্য মিলবে বলে মনে করছে বিজিবি। 

বিজিবি জানাচ্ছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্ত থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৮৬০ গ্রাম সোনা পাচার করার খবর গোপন সূত্রে মেলে। এর পর অভিযান চলে। ৫৮টি ছোট বড় সোনার বার  সহ মহম্মদ রকিবুল ইসলাম  নামে এক সোনা পাচারকারীকে গ্রেফতার করা হয়।

   

Advertisements

ধৃত সোনা পাচারকারী বাংলাদেশের দর্শনা থানার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের বাসিন্দা। সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে। ধৃতকেে জেরা করে ভারতের দিকে সোনা পাচারকারীদের তথ্য জানার চেষ্টা চলছে।

বিজিবি জানাচ্ছে, ভারত সীমান্তের খুব কাছে  চুয়াডাঙ্গার নাস্তিপুর বিদ্যালয়ের কাছে অভিযান চালানো হয়। একটি বাইক সহ সোনা পাচারকারী রকিবুল ইসলাম ধরা পড়ে। তাকে জেরা করে বিজিবি বিশেষ টহল দল আরও এক সোনা পাচারকারীককে ধরে। তার কাছে ১১টি প্যাকেট হতে ছোট বড় ৫৮টি সোনার বার উদ্ধার হয়েছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News