ল্যাংচা বিতর্কে মমতাকে “ল্যাং” মারলেন বিজেপির তথাগত

রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার ঘটনা নিয়ে সরগরম বাংলা। ঘটনাকে ঘিরে জারি রয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে বুধবার বিরোধী নেতা শুভেন্দু…

ল্যাংচা বিতর্কে মমতাকে "ল্যাং" মারলেন বিজেপির তথাগত

রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার ঘটনা নিয়ে সরগরম বাংলা। ঘটনাকে ঘিরে জারি রয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। এদিকে বুধবার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ ৫৫ জনের একটি প্রতিনিধি দলের ঘটনাস্থলে যান। যদিও যাওয়ার পথে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচায় মজেন বিজেপির প্রতিনিধিরা। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শক্তিগড়ে ল্যাংচার দোকানে বিজেপির বাস দাঁড়ানোয় কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, কেউ কেউ ওখানে ‘ল্যাংচাতে ল্যাংচাতে’ যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করলেন তথাগত রায়।

তথাগত রায় বরাবর নিজের চাঁচাছোলা বক্তব্যের জন্য শিরোনামে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কটাক্ষের সুরে তিনি টুইট করেন, ‘শুভেন্দু অধিকারী রাস্তায় দাঁড়িয়ে কেন চা খেতে গেলেন? মুখ্যমন্ত্রী মজার মানুষ। এর চেয়ে শুভেন্দু অধিকারী ‘পশ্চিমবঙ্গের গর্ব, শিল্পজাত চপ, ঘটিগরম, চোলাই ইত্যাদি খেলেই তো পারতেন।’

Advertisements

ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিকের টিম। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রামকে। যদিও থমথমে পরিবেশ হয়ে রয়েছে গোটা গ্রামে।