Arjun-Nadda meeting: নাড্ডার সঙ্গে বৈঠকের আগেও ‘বেসুরো’ অর্জুন

Arjun-Nadda meeting

আজই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠকের কথা রয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh)। সোমবার দিল্লি রওনা হওয়ার আগে ফের বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। তিনি বলেন, দলের একজন মন্ত্রী দফতরের সিস্টেমে ভুল আছে, তার ব্যাপারে আমি বারবার বলছি। দলের পদমর্যাদার কোনও লোক ভুল করবে, তো বলব না? সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং।

Advertisements

অর্জুনের সঙ্গে কী বিষয়ে বৈঠক হবে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বৈঠকের অ্যাজেন্ডা কী রয়েছে? সেবিষয়ে অবগত নন অর্জুন নিজেই। কি বিষয় নিয়ে কথা বলবেন উনি ঠিক করবেন। পুরো বিষয়টাই জানানো হয়েছে। তবে কি বার সমস্যার সমাধান হবে? জবাবে অর্জুন সিং বলেন, সমস্যা সমাধানের কথা রয়েছে আশা করি হয়ে যাবে। সমস্যার সমাধান না হলে বলে দেবো।

   

গত কয়েক সপ্তাহ ধরেই বিজেপি নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন অর্জুন সিং। গতকালই তিনি বলেন, আমি আজ দলে সহ-সভাপতি রয়েছি, সাংসদ রয়েছি। কাল নাও থাকতে পারি। তবে রাজ্য বিজেপিতে তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া হয় না। এই অভিযোগ জানিয়েছেন তিনি। কিছু লোক বঙ্গ বিজেপির ভালো চায় না। আমরা ভাবি না। আমরা এসেছিলাম মনপ্রাণ দিয়ে কাজ করব বলে। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের ওপর সংগঠন চলে না। এখন তো অনেকে মনে করছে ছবি শেয়ার করা মানেই রাজনীতি। কিন্তু বাংলার রাজনীতি একেবারে আলাদা। ঘরে বসে রাজনীতি হয় না। বাংলা থেকে রাজনৈতিক পরিবর্তন করতে গেলে তৃণমূল স্তরে রাজনীতি করতে হবে।

Advertisements

যদিও জেপি নাড্ডার সঙ্গে অর্জুন সিংয়ের বৈঠক প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, সব ঠিক হয়ে যাবে। মানুষের যখন ক্ষোভ হয়, সেই সময় মানুষ ক্ষোভ থেকে নানারকম কথা বলে, কিন্তু আমার বিশ্বাস কেন্দ্রিয় সভাপতির সএং কত্যহা বলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে । অর্জুনদা বিজেপিতেই আছেন। বিজেপিতেই কাজ করছেন।