Arjun Singh: অর্জুন বিদায়ের সম্ভাবনায় চরম হতাশায় ফুটবলের দলবদল তত্ত্বে মন দিলীপের

Bjp mp Arjun singh remark controversy

ওকে রাখা যাবে না। কোনও উপায় নেই। ঘনিষ্ঠ মহলে স্বীকার করে রয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ফের তৃণমূল কংগ্রেসে সামিল হতে চলেছেন এ বিষয়ে নিশ্চিত দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এখানকার পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গেছে।

দিলীপ ঘোষের বিরুদ্ধে বঙ্গ বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়ের অভিযোগ, অন্য দল ভাঙিয়ে নিজের দল ভারি করার ফল টের পাচ্ছে বঙ্গ বিজেপির নব্য নেতারা।

   

বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে পাল পাল নেতাদের ভিড় লেগেছিল বিজেপি শিবিরে। ভোটপরবর্তী ছবিতে উল্টো স্রোত চলছে। সেই তালিকায় দ্রুত আসতে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর সাম্প্রতিক ভূমিকা দলত্যাগের ইঙ্গিত দেয়।

পাটশিল্পের জীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ কুণাল ঘোষের পর তাঁকে দলে স্বাগত জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। অর্জুন সিংয়ের দলবদলের সমূহ সম্ভাবনা দেখে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, এখানকার পার্টিগুলো ফুটবল ক্লাব হয়ে গেছে। যে কোনও সময় যে কেউ যেতে পারে৷

গত কয়েকদিন ধরেই চটশিল্পের সঙ্গে জড়িত সকলের দুর্দশার কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি সাংসদ। অর্জুনের দাবী চটকলগুলি পাটচাষি এবং ব্যবসায়ীদের কাছ থেকে কেনা পণ্যের দামের উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। যার ফলে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে পাটশিল্পের সঙ্গে জড়িত মানুষগুলোকে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক সরকার। এমনকি জুট কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেন তিনি৷

সেখান থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রাক্তন দল তৃণমূলে ফিরতে চলেছে অর্জুন? জল্পনা একধাপ বাড়িয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি জানিয়েছেন, অর্জুন সিং যদি বিজেপির ছেড়ে তৃণমূলে আসে তাঁর জন্য দরজা খোলা।

অর্জুন সিংকে তৃণমূলে স্বাগত জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিলম্বিত বোধদয় হয়েছে বিজেপি সাংসদের। এতদিন পর তিনি বুঝলেন বিজেপি বাংলার জন্য কোনও কাজ করছে না।

শত্রুতা দূরে সরিয়ে মদন মিত্রর বক্তব্য, অর্জুন সিং এত ভালো দেখতে। ফর্সা, সুন্দর। আমিও ভাবছি কাল থেকে অর্জুনের মতো সাদা সার্ট পরব। তিনি আরও বলেন, ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও অর্জুন বুঝেছে, কেন্দ্র সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন