BJP: মহিলা পুলিশকে ‘ডোন্ট টাচ মাই বডি’ বলে বিজেপিতেই হাসির খোরাক শুভেন্দু

বিজেপির (BJP) নবান্ন অভিযানে মিছিল শুরুর আগে গ্রেফতার হন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী৷ এক মহিলা পুলিশ অফিসারের উদ্দেশ্যে শুভেন্দুর করা মন্তব্য থেকেই বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছে (TMC) তৃণমূল কংগ্রেস। বিধানসভার ভিতরে হোক, বিধানসভার বাইরে, তৃণমূলের এখন প্রধান নিশানা শুভেন্দু অধিকারী। একসময়ের তৃণমূলের মন্ত্রীর আলটপকা মন্তব্য তৃণমূলের কাছে বিশল্যকরণী। তেমনই বঙ্গ বিজেপির অন্দরে চলছে হাসাহাসি।

Advertisements

নবান্ন অভিযানের দিন শুভেন্দু অধিকারী বেহালা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন৷ সেই সময় পিটিএসের কাছে তাঁর গাড়ি আটকানো হয়৷ পুলিশের সঙ্গে বাকযুদ্ধ শুরু হয়৷ যেখানে মহিলা পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ডোন্ট টাচ মাই বডি। পরে ডিসি সাউথ আকাশ মাগারিয়ার গ্রেফতারি বার্তার পর প্রিজন ভ্যানে ওঠেন তিনি। সেই ঘটনার রেশ ধরেই একের পর এক তৃণমূলের নেতারা শুভেন্দুকে আক্রমণ শানিয়ে চলেছেন৷

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, উনি লালবাজারে বসে বলছেন মহিলাকে মা দুর্গার চোখে দেখেন৷ মহিলাদের মা দুর্গার চোখে দেখলে তাঁরা গায়ে হাত দিলে আপত্তি কোথায়? এরপরেই তিনি বলেন, সুদীপ্ত সেনের জায়গায় সুদীপ্ত সেন হত, ম্যাথু স্যামুয়েলসের জায়গায় অ্যাঞ্জেলিনা স্যামুয়েলস হত তাহলে উনি টাকা নিতেন না৷

Advertisements

গতকাল বিধানসভায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিরোধী দলনেতা আলোচনার প্রস্তাব আনতে চেয়েছিলেন৷ সেই প্রস্তাব বাতিলের পরেই বিধানসভার বাইরে বিক্ষোভে বসে তৃণমূল ও বিজেপি৷ বিধানসভার কক্ষ ছেড়ে বেরিয়ে যান অধ্যক্ষ৷ তৃণমূল নেতারা বাইরে ডোন্ট টাচ মাই বডি পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল করেন৷

বিজেপি সরকারের একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হতে চাইছে। পাল্টা তৃণমূলের অস্ত্র শুভেন্দুর উক্তি৷ শুভেন্দুর যুক্তি, এর পিছনে কোনও অভিসন্ধি ছিল। সেটা পুরণ হয়নি৷ তাই এই ইস্যুটাকে সামনে রেখেই সুর চড়াতে চায় শাসক দল৷ কিন্তু এত সহজে জায়গা ছাড়তে নারাজ বিজেপির৷ তাই তৃণমূলের নেতাদের দুর্নীতির ফাইল নিয়ে একে একে তথ্য ফাঁস করতে চান শুভেন্দু। গতকাল দক্ষিণ ২৪ পরগণার কয়েকজনের নাম দিয়েছেন তিনি৷ আগামী দিনে সকলের তালিকা দেবেন এমনটাই হুমকি শুভেন্দুর৷